এইচএসসি

অপরিচিতা গল্পের MCQ || অপরিচিতা mcq test

অপরিচিতা গল্পে: এখানে অপরিচিতা গল্প থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা অপরিচিতা গল্পের mcq গুলো এবং ৬৫ টি গুরুত্বপূর্ণ mcq উত্তর সহ দেওয়া হল। এগুলো এইচএসসি এবং বিশ্ববিদ্যাল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

আপনি চাইলে এখানে একটা পরিক্ষাও দিয়ে দিতে পারেন। এই mcq গুলোর উত্তর একদম নিচে দেয়া আছে। প্রথমে একটা খাতায় এই mcq গুলোর উত্তর লিখুন এবং নিচে দেয়া সঠিক উত্তর গুলোর সাথে মিলিয়ে দেখুন আপনি কত পেয়েছেন। এতে আপনি বুঝতে পারবেন পরিক্ষার জন্য আপনি কতটা প্রস্তুত।

আপনি যদি অপরিচিতা গল্পটি না পড়ে থাকেন তাহলে এখান থেকে পড়ে নিন “অপরিচিতা প্রবন্ধ”। এতে আপনার mcq গুলো সঠিক উত্তর দিতে সহজ হবে।

অপরিচিতা গল্পের mcq

০১. অনুপমের বাবা কী করে জীবিকা নির্বাহ করতেন?
A. ডাক্তারি
B. ওকালতি
C. মাস্টারি
D. ব্যবসা

০২. মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ, তার-
A. প্রতিপত্তি
B. প্রভাব
C. বিচক্ষণতা
D. কুট বুদ্ধি

০৩, আংটিতে, হারেতে জরি জহরতে কার শরীর গহনার দোকান নিলামে উঠেছে বলে মনে হচ্ছিল?
A. অনুপম
B. কল্যাণী
C. দেব্রত
D. অমিত

০৪. ‘অপরিচিতা’ গল্পে রসিক মানুষটি কে ?
A. অনুপম
B. অনুপমের মামা
C. হরিশ
D. বিনু

০৫. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত “অপরিচিতা” গল্পে অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ কী?
A. কন্যার পিতা গরিব বলে
B. যৌতুক দিতে না পারায়
C. মামার হীন ব্যবহার
D. শাম্ভুনাথ বাবুর অনিচ্ছায়

০৬. মামার নিষেধ অমান্য করে অনুপম কানপুর এসেছে কেন?
A. চাকরি করতে
B. পড়ালেখা করতে।
C. কল্যাণীর সাথে দেখা করতে
D. ক্ষমা চাইতে

০৭. বিয়ের কথা যখন ঠিক হয় তখন কল্যাণীর বয়স কত ছিল?
A. ১৮
B. ১৫
C. ২০
D. ১৬

০৮. ‘অপরিচিতা’ গল্পে কোন সময় অনুপম বিনু দাদার বাড়িতে যেত?
B. রাতে
A. সন্ধ্যায়।
C. দুপুরে
D. বিকালে

০৯. অনুপমের শিক্ষাগত যােগ্যতা কী ছিল?
A. বি.এ পাস
B. এম.এ পাস
C. বি.এস.সি পাস
D. এম.এস.সি পাস

১০. অনুপমের পিস্তুতাে ভাইয়ের নাম কী?
A. বিনু
B. হরিশ।
C. প্রতাপ।
D. অর্পণ

১১. বিয়ে বাড়িতে আয়ােজন কেমন ছিল?
A. উচ্চমানের
B. নিম্নমানের
C. মধ্যমানের
D. চলনসই

১২. “মকরমুখ” কী?
A. নূপুর
B. আংটি
C. লকেট
D. বালা

১৩. ‘অপরিচিতা’ গল্পে নায়কের বয়স কত বলা হয়েছে?
A. আটাশ বছর
B. ছাব্বিশ বছর
C. সাতাশ বছর
D. পঁচিশ বছর

১৪. পরিবারে অনুপমের আসল অভিভাবক কে?
A. বাবা
B. মামা।
C. মা
D. শিক্ষক

১৫. ‘আপনারা আমাদের গাড়িতে আসুন না এখানে জায়গা আছে’- উক্তিটি কার?
A. কল্যাণীর
B. সুরমার।
C. কাদম্বিনীর
D. বিনােদিনীর

১৬. ‘অপরিচিতা’ গল্পে সরস রসনার গুণ আছে কার?
A. বিনুর
B. অনুপমের
C. হরিশের
D. অনুপমের মামার

১৭. অত্যন্ত আঁট বক্তা কে?
A. হরিশ
B. বিনুদাদা
C. অনুপমের মামা
D. শম্ভুনাথ

১৮. কল্যাণী কোন স্টেশনে নেমে গেল?
A. হাওড়া
B. শিয়ালদহ
C. কানপুর
D. বনগাঁ

১৯. স্টেশনে কী ফেলে রেখে অনুপম ট্রেনে উঠে পড়ল?
A. বই
B. ব্যাগ
C. ক্যামেরা
D. চশমা

২০. শম্ভুনাথ বাবু অনুপমকে কী বলে সম্বােধন করেছিল?
A. জামাতা
B. পুত্র
C. বাবাজি
D. পুত্রধন

২১. অনুপমের মতে, কন্যার পিতামাত্রই কোনটি স্বীকার করবেন?
A. অনুপম রুচিবান
B. অনুপম সৎপাত্র।
C. অনুপম রূপবান
D. অনুপম ব্যক্তিত্বসম্পন্ন

২২. অনুপম কোনটি খায় না বলে গর্ব প্রকাশ করেছে?
A. তামাক
B. ফল।
C. দুধ
D. কফি

২৩, ‘অপরিচিতা’ গল্পে কে নিজেকে ভাল মানুষ বলে আখ্যা দিয়েছে?
A. মামা
B. কল্যাণী
C. হরিশ
D. অনুপম

২৪. মামা কেমন ঘরের মেয়ে পছন্দ করতেন?
A. ধনী
B. গরিব
C. গ্রামীণ
D. শহুরে

২৫, হরিশ কোথায় কাজ করত?
A. কলকাতায়।
B. আন্দামানে
C. রাজপুরে
D. কানপুরে

২৬. ‘মেয়ে যদি বল, তবে’-উক্তিটি কার?
A. অনুপমের।
B. হরিশের
C. শম্ভুনাথের
D. মামার

২৭. ‘মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর’- কার নিকট?
A. হরিশের
B. অনুপমের
C. মামার
D. ঘটকের

২৮, আসর জমাতে অদ্বিতীয় কে?
A. অনুপম
B. কল্যাণী
C. মামা।
D. হরিশ

২৯. কে কন্যাকে আশীর্বাদ করতে গেল?
A. হরিশ
B. অনুপম
C. মামা
D. বিনুদাদা

৩০. মন্দ নয় হে, খাঁটি সােনা বটে। -উক্তিটি কার?
A. বিনুদার
B. হরিশের
C. মামার
D. ঘটকের

অপরিচিতা mcq test

অপরিচিতা গল্পের আরো কিছু mcq

৩১. বিনুদাদা ‘চমৎকার’- এর স্থলে কী বলে?
A. চলনসই
B. অসাধারণ
C. বিস্ময়কর
D. সাদামাটা

৩২. তাহার বিনয়টা অজস্র নয়’-কার?
A. অনুপমের।
B. বিনুদাদার
C. শম্ভুনাথের।
D. মামার

৩৩. বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে’-উক্তিটি কার?
A. মামার
B. শম্ভুনাথের।
C. হরিশের
D. মায়ের

৩৪, ‘এয়ারিং কোথা থেকে আনা হয়েছে?
A. বিলেত
B. কানপুর
C. কলিকাতা
D. আন্দামান

৩৫. ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করবার ইচ্ছা আমার নাই’ -উক্তিটি কার?
A. বিনুদাদার
B. অনুপমের
C. মামার।
D. শম্ভুনাথ সেনের

অপরিচিতা গল্পের mcq

৩৬. অনুপম কাকে নিয়ে তীর্থযাত্রা করেছিল?
A. কল্যাণীকে
B. মাকে
C. হরিশকে
D. বিনুদাদাকে

৩৭. ট্রেনে দেখা হওয়ার সময় কল্যাণীর বয়স কত ছিল?
A. ১৪/১৫ বছর
B. ১৫/১৬ বছর
C. ১৬/১৭ বছর।
D. ১৭/১৮ বছর

৩৮, কল্যাণী স্টেশন হতে কী খাবার কিনে নেয়?
A. চানা-মুঠ
B. ঝালমুড়ি
C. চিনেবাদাম
D. ঝুরিভাজা

৩৯. গজাননের মায়ের নাম কী?
A. অন্নদা
B. অন্নপূর্ণা
C. কল্যাণী
D. হৈমন্তী

৪০. একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখ’- কথাটি কীসের?
A. দানের
B. চাকরির
C. বিয়ের
D. ভ্রমণের।

৪১. অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমানা কতদূর?
A. আন্দামান পর্যন্ত
B. কোন্নগর পর্যন্ত
C. কানপুর পর্যন্ত
D. হাওড়া পর্যন্ত

৪২. “তিনি বড়ই চুপচাপ’-এখানে কার কথা বলা হয়েছে?
A. মামা
B. হরিশ
C. শম্ভুনাথ সেন।
D. মা।

৪৩, রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিলেন ?
A. দুইটি
B. তিনটি
C. চারটি
D. পাঁচটি

৪৪. কল্যাণী টিকিটগুলাে কোথায় ছুঁড়ে ফেলল?
A. সিটে
B. গেইটে
C. বার্থে
D. প্লাটফর্মে

৪৫. ‘সুপুরুষ বটে’- কে?
A. বিনুদাদা
B. অনুপম
C. মামা
D. শম্ভুনাথ

অপরিচিতা mcq test

৪৬. ‘খাঁটি সােনা বটে’ – বলতে বিনুদাদা কী বুঝিয়েছেন?
A. বনেদী ঘর
B. উপযুক্ত পাত্রী
C. সুশীল পাত্র
D. পণের গহনা

৪৭. অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন কে?
A. পিতা।
B. মাতা
C. পণ্ডিতমশায়
D. বড়দা

৪৮. “আমার পিতা এক কালে গরিব ছিলেন”- কার পিতা?
A. অনুপমের
B. কল্যাণীর
C. হরিশের
D. শম্ভুনাথ বাবুর

৪৯, কলকাতায় এসে অনুপমের মন উতলা করে দিল কে?
A. কল্যাণী
B. হরিশ
C. মামা
D. বিনুদাদা

৫০. কল্যাণীর বাবা বিয়ের কত দিন আগে অনুপমকে আশীর্বাদ করে যান?
A. তিন দিন
B. পাঁচ দিন
C. সাত দিন
D. নয় দিন

৫১. শানাই, ঢােল ও কাঁসি-এই তিন প্রকার বাদ্যযন্ত্রে সৃষ্ট ঐকতানবাদনকে কী বলে?
A. কন্সট
B. পঞ্চশর
C. ত্রিতাল
D. রসনচৌকি

৫২. বিয়ে ভাঙার পর কল্যাণী কী কাজে জড়িত হয়েছিল?
A. পড়াশােনার কাজে
B. পারিবারিক কাজে
C. মেয়েদের শিক্ষার কাজে
D. ধর্মপ্রচারের কাজে

৫৩. অনুপমের মা কেমন পরিবারের মেয়ে?
A. গরিব
B. শিক্ষিত
C. মধ্যবিত্ত
D, অশিক্ষিত

৫৪. কীসের মতাে করে অনুপমের মামা সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন-
A. জোঁকের মতাে
B. মরুভূমির বালির মতাে
C. ফল্গুর বালির মতাে
D. তৃষাতপ্ত মাটির মতাে

৫৫. কোথাকার শাসন মতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?
A. ব্রিটিশদের
B. অন্তঃপুরের
C. বউয়ের
D. শ্বশুরের।

৫৬. ‘অপরিচিতা’ গল্পে বিবাহের একটি প্রধান অংশ-
A. দেনা-পাওনা
B. গণ্ডগােল
C. হাসি-তামাশা
D, সাজ-সজ্জা

৫৭. বিবাহ উপলক্ষ্যে কন্যা পক্ষকে কোথায় আসতে হলাে?
A. মালদহ
B. কানপুরে
C. রানাঘাট
D. কলকাতা

অপরিচিতা গল্পের mcq

৫৮. অনুপমের শ্বশুর বাড়িতে কে বরযাত্রীদের সাথে অজস্র বিনয় দেখাচ্ছিল?
A. শম্ভুনাথের ব্যবসায়ী বন্ধু
B. শম্ভুনাথের বাবার বন্ধু
C. শম্ভুনাথের ডাক্তার বন্ধু
D. শম্ভুনাথের উকিল বন্ধু

৫৯. শম্ভুনাথ বাবু গহনা কীসে বেঁধে নিয়ে এলেন?
A. ওড়নায়
B. গামছায়
C. শাড়িতে
D. তােয়ালেতে

৬০. কল্যাণীর সঙ্গে রেলগাড়িতে কয়টা মেয়ে ছিল?
A. দুটি-তিনটি
B. তিনটি-চারটি
C. চারটি-পাঁচটি
D. পাঁচটি-ছয়টি

৬১. স্টেশনে কল্যাণীদের নিতে এসেছিল কে?
A. কল্যাণীর বাবা
B. কল্যাণীর বাবার বন্ধু
C. বাঙালি চাকর
D. হিন্দুস্থানি চাকর

৬২. বিবাহ ভেঙে যাওয়ার কত বছর পরও অনুপম কল্যাণীর আশা ছাড়ে নাই?
A. এক বছর
B. দুই বছর
C. তিন বছর
D. চার বছর

৬৩. ‘গজানন’ কাকে বলা হয়?
A. লক্ষ্মণকে
B. গণেশকে
C. রাবণকে
D. কার্তিককে

৬৪. নিচের কোনটি ‘সওগাদ’ শব্দের অর্থ?
A. কানের দুল
B. প্রার্থনা
C. উপটৌকন
D. অভিবাদন

৬৫. ‘অভ্র’ শব্দের অর্থ কোনটি?
A. এক প্রকারের উজ্জ্বল রঙ
B. এক ধরনের খনিজ ধাতু
C. এক রকমের তীব্র সুগন্ধি
D. এক রকমের বুনাে ফুল

উত্তরমালা:
০১.B | ০২.B | ০৩.A | ০৪.C | ০৫.C | ০৬.C | ০৭.B | ০৮.A | ০৯.B | ১০.A | ১১.C | ১২.D | ১৩.C | ১৪.B | ১৫.A | ১৬.C | ১৭.B | ১৮.C | ১৯.C | ২০.C | ২১.B | ২২.A | ২৩.D | ২৪.B | ২৫.D | ২৬.B | ২৭.C | ২৮.D | ২৯.D | ৩০.A | ৩১.A | ৩২.C | ৩৩.B | ৩৪.A | ৩৫.D | ৩৬.B | ৩৭.C | ৩৮.A | ৩৯.B | ৪০.C | ৪১.B | ৪২.C | ৪৩.A | ৪৪.D | ৪৫.D | ৪৬.B | ৪৭.C | ৪৮.A | ৫১.D | ৫৫.B | ৫৬.A | ৪৯.B | ৫০.A | ৫২.C | ৫৩.A | ৫৪.C | ৫৭.D | ৫৮.D | ৫৯.B | ৬০.A | ৬১.D | ৬২.D | ৬৩.B | ৬৪.C | ৬৫.B |

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা অপরিচিতা গল্পের mcq

ঢাকা বিশ্ববিদ্যালয়

০১. ‘অপরিচিতা’ গল্পে অনুপমের বাবার পেশা কী ছিল? [C- ইউনিট, ২০১৮-১৯]
A. চাকুরি
B. ইঞ্জিনিয়ারিং
C. ওকালতি
D. শিক্ষকতা

০২. ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই” উক্তিটি [B- ইউনিট, ২০১৭-১৮]
A. মামার
B. শম্ভুনাথের
C. অনুপমের
D. কল্যাণীর

০৩. ‘কার্তিকেয়’ –এর অগ্রজ কে? [C- ইউনিট, ২০১৭-১৮]
A. রাবণ
B. গজানন।
C. বিভীষণ
D. দুঃশাসন।

০৪. রবীন্দ্রনাথের লেখা গ্রন্থ কোনটি? [C- ইউনিট, ২০১৭-১৮]
A. পল্লী-সমাজ
B. ছায়ানট
C. গৃহদাহ
D. কালান্তর

০৫. ‘রক্তকরবী’ কোন ধরনের রচনা? [D- ইউনিট, ১৭-১৮]
A. গান
B. কবিতা
C. উপন্যাস
D. নাটক

উত্তরমালা
১.C | ২. B | ৩.B | ৪.D | ৫.D

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

০১. ‘অপরিচিতা’ গল্পটি প্রথম সংকলিত হয় কোন গ্রন্থে? [B(সকাল),১৮-১৯]
A. গল্পগুচ্ছ
B. গল্পসপ্তক
C. গল্পসল্প
D. গল্প সংকলন

০২. ‘অপরিচিতা’ গল্পের কথক কে? [B(বিকাল),১৮-১৯]
A. অনুপম।
B. গল্পকার
C. কল্যাণী
D. শম্ভুনাথ

০৩, হরিশ কোন গল্পের চরিত্র? [D(সকাল),১৮-১৯]
A. অপরিচিতা।
B. মাসি-পিসি
C. চাষার দুক্ষু
D. আহ্বান

০৪. অপরিচিতা গল্পের নায়িকার নাম কী? [A(সকাল),১৮-১৯]
A. মৃন্ময়ী।
B. শশীমুখী
C. ইন্দ্রাণী
D. কল্যাণী

০৫. পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ ঘটেছে কোন গল্পে? [A(বিকাল),১৮-১৯]
A. বিলাসী
B. আহ্বান।
C. মাসি-পিসি
D. অপরিচিতা

০৬. কোনটি রবীন্দ্রনাথের রচনা নয়? [B, ১৭-১৮]
A. বিসর্জন
B. রক্তকরবী
C. রক্তকমল
D. যােগাযােগ

০৭. সঞ্চয়িতা’ গ্রন্থের রচয়িতা কে? [B, ১৩-১৪]
A. শামসুর রাহমান
B. কাজী নজরুল ইসলাম
C. সত্যেন্দ্রনাথ দত্ত
D. রবীন্দ্রনাথ ঠাকুর

০৮. সে যে আমার সারা জীবনের ধােয়া হয়ে রহিল।’ এ বাক্যে ‘সে’ কে? [B, ১৬-১৭]
A. কল্পনা
B. কল্লোলিনী।
C. কণিকা
D. কল্যাণী

উত্তরমালা ১.B | ২.A | ৩.A | ৪.D | ৫.D | ৬.C | ৭.D | ৮.D

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা অপরিচিতা mcq

০১. কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য বনফুল’ প্রকাশিত হয়? [C, 18-19]
A. ১৬
B. ১২
C. ১৫
D. ১৩

০২. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা? [E, ১৭-১৮]
A. পল্লীসমাজ
B. ইছামতী
C. চার অধ্যায়
D. দিবারাত্রির কাব্য

০৩. রবীন্দ্রনাথের ‘অপরিচিতা গল্পের মূল বিষয়বস্তু কী? [A, ১৭-১৮]
A. নারী শিক্ষা
B. যৌতুক প্রথা
C. গ্রাম্য সমাজ
D. কুসংস্কার

০৪. “ভিখারিনী’ ছােটগল্পটি কার লেখা? [B, ১৭-১৮]
A. কাজী নজরুল ইসলাম
B. রবীন্দ্রনাথ ঠাকুর।
C. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

০৫, ‘শাস্ত্রশিক্ষা নীতিশিক্ষা একেবারে নাই, কাজেই’ উক্তিটি কোন গল্পের? [B, ১৭-১৮]
A. বিলাসী
B. দেনাপাওনা।
C. হৈমন্তী
D. সুভা

০৬. ‘অর্পণা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের চরিত্র? [C, ১৭-১৮]
A. রক্তকরবী
B. ডাকঘর
C. বিসর্জন
D. মুক্তধারা

উত্তরমালা: ১.C | ২.C | ৩.B | ৪.B | ৫.B | ৬.C

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা অপরিচিতা mcq

০১. রবীন্দ্রনাথের “মুক্তধারা”- [A, ১৮-১৯]
A. একটি কাব্য
B. একটি নাটক
C. একটি প্রবন্ধ
D. একটি নৃত্যনাট্য

০২. রবীন্দ্রনাথের ‘অপরিচিতা’ প্রথম প্রকাশিত হয় নিচের কোন পত্রিকায়? [C1, ১৮-১৯]
A. ভারতী
B. বঙ্গদর্শন
C. সবুজপত্র
D. কল্লোল

০৩. মন্দ নয় হে! খাঁটি সােনা বটে।’ উক্তিটি কার? [I, ১৭-১৮]
A. পিন্টুদা
B. বিনুদা
C. মিনুদা
D. ঝন্টুদা

০৪. মুসলমানীর গল্প’ নামক গল্পটি কে লিখেছেন? [A, ১৭-১৮]
A. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. সৈয়দ ওয়ালীউল্লাহ
D. শওকত ওসমান

০৫. মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছােটগল্পের নায়িকা? [E, ১৭-১৮]
A. অপরিচিতা
B. দেনা-পাওনা
C. পােস্টমাস্টার
D. সমাপ্তি

০৬. এ আর দেখিব কী। ইহাতে খাদ নাই’ উক্তিটি কার? [E, ১৭-১৮]
A. শম্ভুনাথের
B. অনুপমের।
C. সেকরার
D. বিনুদাদার

০৭. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য কোনটি? [E, ১৭-১৮]
A. জন্মদিনে
B. শেষ লেখা
C. বনফুল
D. ক্ষণিকা

উত্তরমালা:
১.B | ২.C | ৩.B | ৪.B | ৫.D | ৬.C | ৭.চ

তো এই ছিলো অপরিচিতা গল্পের mcq । আশা করি আপনার ভালো লেগেছে এবং প্রয়োজনীয় মনে করলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন।

অপরিচিতা mcq test

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button