এইচএসসি

আহ্বান গল্পের বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তর

আহ্বান গল্পের বহুনির্বাচনী প্রশ্ন:

এখানে আহ্বান গল্প থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা আহ্বান গল্পের বহুনির্বাচনী প্রশ্ন এবং ৮০+ গুরুত্বপূর্ণ mcq উত্তর সহ দেওয়া হল। এগুলো এইচএসসি এবং বিশ্ববিদ্যাল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই MCQ গুলোর উত্তর একদম নিচে দেয়া আছে।

আপনি চাইলে এখানে একটা পরিক্ষাও দিয়ে দিতে পারেন। প্রথমে একটা খাতায় এই MCQ গুলোর উত্তর লিখুন এবং নিচে দেয়া সঠিক উত্তর গুলোর সাথে মিলিয়ে দেখুন আপনি কত পেয়েছেন। এতে আপনি বুঝতে পারবেন পরিক্ষার জন্য আপনি কতটা প্রস্তুত।

এভাবে আরও এক্সাম দিতে আমাদের সাইটে ভিজিট করুন।  তো দেখে নেওয়া যাক আহ্বান গল্পের বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তর গুলো।

আহ্বান গল্পের বহুনির্বাচনী প্রশ্ন

০১. ‘আহ্বান’ গল্পে কথকের সহপাঠী কে ছিলেন?
A. আবদুল
B. আবেদালি
C. শুকুর মিয়া
D. নসর

০২. বুড়ি কেন বারবার গোপালের কাছে যেতেন?
A. পয়সা পাওয়ার লোভে
B. স্নেহ ভালোবাসার টানে
C. নিঃসঙ্গতা দূর করতে
D. অতিথিপরায়ণ বলে

০৩. কতকাল পরে বাবা মনে পড়ল দেশের কথা -‘আহ্বান’ গল্পে এ উক্তিটি কে করেছিলেন?
A. খুড়ো মশায়
B. চক্কোত্তি মশায়
C. শুকুর মিয়া
D. গল্পকথক

০৪. আহ্বান গল্পে কোন ভাববস্তু প্রতিফলিত হয়েছে?
A. উদার মানবিকতা
B. রক্ষণশীলতা
C. ধর্মান্ধতা
D. অপসংস্কৃতি

০৫. প্রকৃতি এবং মানুষের জীবনের অভিন্ন সম্পর্কের চিরায়ত তাৎপর্য মহিমান্বিত বিভূতিভূষণের—
A. নাট্যসাহিত্য
B. কবিতা
C. কথাসাহিত্য
D. গান

০৬. ‘অপরাজিতা’ উপন্যাসের লেখক কে?
A. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
B. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
C. মানিক বন্দ্যোপাধ্যায়
D. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

০৭. আঙ্গিকের দিক থেকে ‘দৃষ্টিপ্রদীপ’ গ্রন্থের সাথে সাদৃশ্য রয়েছে কোন গ্রন্থের?
A. মৌরীফুল
B. যাত্রাবদল
C. মেঘমল্লার
D. আরণ্যক

০৮. বৃদ্ধা কেন বারবার গোপালের কাছে যেতেন?
A. পয়সা পাওয়ার লোভে
B. স্নেহ ভালবাসার টানে
C. নিঃসঙ্গতা দূরীকরণ
D. অতিথিপরায়ণ বলে

০৯. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
A. ১৯৫০
B. ১৯৫১
C. ১৯৫৩
D. ১৯৫৪

১০. ‘আহ্বান’ গল্পে ‘দেশে’ বলতে কী বোঝান হয়েছে?
A. বাংলাদেশে
B. পশ্চিম বাংলায়
C. ভারতে
D. গ্রামে

আরও পড়ুনঃ আমার পথ প্রবন্ধের MCQ

১১. লেখকের ‘পৈতৃক বাড়ি’ কী
হয়েছিল?
A. বিলুপ্ত হয়েছিল
B. লুণ্ঠিত হয়েছিল
C. বেদখল হয়েছিল
D. ভেঙেচুরে গিয়েছিল

১২. লেখকের ‘পৈতৃক বাড়ি’ পরিত্যক্ত হয়েছিল বুঝাতে কোন বাগবিধিটির প্রয়োগ ঘটেছে?
A. ভিটেতে জঙ্গল গজানো
B. ভিটেতে ঘুঘু চরা
C. ভিটেতে পুকুর কাটা
D. ভিটেতে ঘাস গজানো

১৩. লেখকের বাবার পুরাতন বন্ধু কে?
A. গ্রামের চক্কোত্তি ময়ায়
B. পাশের গ্রামের চক্কোতি মশায়
C. গ্রামের মুখুজ্জে মশায়
D. পাশের বাড়ির চৌধুরী মশায়

১৪. লেখক প্রণাম করে কী করলেন?
A. পায়ের ধূলো নিলেন
B. চক্কোত্তি মশায়ের কুশলবার্তা জিজ্ঞাসা করলেন
C. চক্কোত্তি মশায়কে গ্রামে আসার কারণ বললেন
D. আশীর্বাদ নিলেন

১৫. আহ্বান গল্পে বৃদ্ধা পরদিন কথকের বাড়িতে হাজির হয়েছিল কেন?
A. টাকা চাইতে
B. অভ্যাসবশত
C. স্নেহবশত
D. অভাব জানতে

আহ্বান গল্পের বহুনির্বাচনী প্রশ্ন

১৬. ‘দীর্ঘজীবি হও’ ‘আহ্বান’গল্পে লেখককে একথা কে বলেছিলেন?
A. নরেশ বাড়ুয্যে
B. জমির করাতির স্ত্রী
C. চক্কোত্তি মশায়
D. নরু মুকুয্যে

১৭. গ্রামে এসে লেখকের ভালো লাগার কারণ কী?
A. গ্রামের সহজ-সরল জীবনযাপন
B. গ্রামের দূষণমুক্ত নিসর্গ প্রকৃতি
C. গ্রামের লোকদের অতিথি বাৎসল্য
D. গ্রামে অনেক দিন পর আসায়

১৮. বুড়ি ‘এ পাড়া-ও-পাড়া যাতাম আসতাম না’ বলে কী বুঝিয়েছে?
A. পরিদর্শন
B. ভিক্ষা
C. বেড়ান
D. গায়ে খাটা

১৯. গোলাপোরা ধান, গোয়ালপোরা গরু’ বলতে গ্রাম বাংলার কোন দিকটি ফুটে উঠেছে?
A. প্রকৃতি নির্ভরতা
B. আর্থিক সচ্ছলতা
C. সামাজিক নিরাপত্তা
D. স্বনির্ভরতা

২০. বুড়ি কী রকম দৃষ্টিতে লেখকের দিকে চেয়েছিল?
A. অবাক
B. জিজ্ঞাসু
C. উৎসুক
D. স্নেহাতুর

আরো কিছু আহ্বান গল্পের বহুনির্বাচনী প্রশ্ন

২১. লেখক কলকাতা চলে গেলেন কেন?
A. গ্রাম ভালো না লাগায়
B. ছুটি ফুরিয়ে যাওয়ায়
C. পৈতৃক সম্পত্তি সম্পর্কিত কাজে
D. গ্রামীণ জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলায়

২২. লেখক একটি খড়ের ঘর তোলার জন্য কাকে কিছু টাকা দিলেন?
A. চক্কোত্তি মশায়কে
B. জনৈক প্রতিবেশীকে
C. জ্ঞাতি খুড়োকে
D. জমির করাতির বউকে

২৩. কলকাতায় বুড়িকে একবারও মনে পড়েনি কেন লেখকের?
A. বুড়ি অনাত্মীয় বলে
B. বুড়ি গ্রামে ছিল বলে
C. কর্মব্যস্ততার কারণে
D. সমাজকর্মে ব্যস্ত থাকায়

২৪. লেখকের জন্য বুড়ির আম আনার ভিতরে কী ফুটে উঠেছে?
A. মমত্ববোধ
B. দায়বদ্ধতা
C. সৌজন্যবোধ
D. অপত্য স্নেহ

২৫. বুড়ির সম্বোধন লেখকের বড় ভালো লাগার কারণ কী?
A. সম্বোধনের নতুনত্ব
B. বুড়ির প্রতি ভালো লাগা
C. ঘনিষ্ঠ আদরের সম্বোধন
D. সম্বোধনের আবেগময়তা

২৬. ‘গোপাল’ সম্বোধনের প্রেক্ষিতে লেখক বুড়িকে কাদের সাথে তুলনা করেন?
A. মা-মাসিমা
B. মাসি-পিসিমা
C. ঠাকুরমা-দিদিমা
D. মা-পিসিমা

২৭. গ্রামে লেখক কোথায় খানা খেতেন?
A. চক্কোত্তি মশায়ের বাড়ি
B. প্রতিবেশীর বাড়ি
C. মুখুয্যে গোয়ালিনী
D. খুড়ো মশায়ের বাড়ি

২৮. বিভূতিভূষণ রচিত গ্রন্থ নয় কোনটি?
A. পথের পাঁচালি
B. ইছামতি
C. মৌরিফুল
D. পদ্মাবতী

২৯. লেখককে দুধ দিত কে?
A. বিদ্যাধরী গোয়ালিনী
B. প্রসন্ন গোয়ালিনী
C. ঘুঁটি গোয়ালিনী
D. সৌদামিনি মালো

৩০. লেখকের গলার স্বর একটু রুক্ষ হয়ে উঠেছিল কখন?
A. দুধের দাম জিজ্ঞাসাকালে
B. বুড়িকে দাওয়ায় বসে থাকতে দেখে
C. খুব ভোরে বুড়ির আগমনে
D. জ্ঞাতি খুড়োর উপস্থিতিতে

আহ্বান গল্পের বহুনির্বাচনী প্রশ্ন

৩১. বুড়িকে দুধ আনতে দেখে লেখকের গলার স্বর একটু রুক্ষ হয়ে ওঠার কারণ কী?
A. বুড়ি বেশি টাকা চাবে
B. ছোঁয়াছুঁয়ির আশঙ্কা
C. অনর্থক কতগুলি টাকা খরচ
D. সকাল সকাল ঘুম ভাঙিয়ে দেওয়ায়

৩২. লেখকের মনে একটু কষ্ট হলো কেন?
A. বুড়িকে ধমক দেওয়ায়
B. বুড়িকে তাড়িয়ে দেওয়ায়
C. বুড়ির স্নেহের দানের অমর্যাদা করায়
D. বুড়ির দারিদ্র্যের কথা মনে পড়ায়

৩৩. লেখকের জন্য বুড়ির নতুন চাটাই তৈরি করার কারণ কী?
A. লেখক নামিদামি ব্যক্তি বলে
B. লেখক ব্রাহ্মণের ছেলে বলে।
C. লেখক কলকাতায় থাকেন বলে
D. লেখক পুরনো কোন চাটাইয়ে বসে না বলে

৩৪. লেখক বুড়িকে দু-আনা চার-আনা প্রায়ই দিতেন, সেই সাথে একদিন বিশেষ একটি কী দিলেন?
A. শাল
B. কাপড়
C. সোয়েটার
D. কাঁথা

৩৫. লেখক কী একটা জিনিস লক্ষ করেছেন?
A. বুড়ির বেশভূষা ময়লা
B. বুড়ি চোখে ভালো দেখতে পায়না
C. বুড়ি কোনো দিন মুখ ফোটে কিছু চায়নি
D. বুড়ি স্বামীর পরিচয়ে গর্ববোধ করত

৩৬. হাজরা ব্যাটার বউ কীভাবে জীবনযাপন করে?
A. কৃষিকাজ করে
B. মানুষের বাড়িতে কাজ করে
C. এটা ওটা বেচাকেনা করে
D. ধানভেনে চিঁড়ে কুটে

৩৭. বুড়ি কিসের উপর শুয়ে ছিল?
A. একটা ছেঁড়া মাদুর
B. একটা ছেঁড়া কাঁথা
C. লেখকের দেওয়া কাপড়
D. এক পাঁজা ঘাসের আঁটি

৩৮. বুড়ির মাথায় কী ছিল?
A. একটা শিমুল তুলোর বালিশ
B. একটা তেলচিটে মলিন বালিশ
C. একদলা ছেঁড়া কাপড়
D. এক পাঁজা ঘাসের আঁটি

৩৯. লেখককে দেখে আনন্দে বুড়ি কয়বার বলেছিল ‘বসতে দে’?
A. চারবার
B. দুইবার
C. তিনবার
D. পাঁচবার

৪০. ‘অসুখ হয়েছে, তাও দেখতে এলি না’- এ বাক্যটিতে কী ফুটে উঠেছে?
A. লেখকের প্রতি বুড়ির অভিযোগ
B. অসুস্থ বুড়িকে কের দেখতে না আসার কথা
C. বুড়ির অসহায় অবস্থার দুঃখবোধ
D. মা-পিসিমার অনুযোগ

আরও পড়ুনঃ বিড়াল প্রবন্ধের MCQ

আহ্বান গল্পের MCQ

৪১. বুড়ির নাতজামাই কেমন লোক?
A. ছন্নছাড়া
B. উদাসীন
C. খারাপ
D. দুষ্ট

৪২. লেখকের মতে বুড়ি বেঁচে থাকলে লেখককে দেখে কী বলে উঠত?
A. বাবা গোপাল
B. আমার গোপাল
C. অ মোর গোপাল
D. মোর গোপাল

৪৩. আবেদালির ছেলের নাম কী?
A. আবদুল
B. জমির
C. গণি
D. শুকুর

৪৪. ‘আহ্লাদে আটখানা’ ভাষার প্রয়োগে এটি কোন শ্রেণিভুক্ত?
A. প্রবাদ প্রবচন
B. বাগৰ্থতত্ত্ব
C. বাগধারা
D. বাক্য সংকোচন

৪৫. ‘পথ্য’ বলতে কী বোঝ?
A. রোগীর জন্য চিকিৎসাসেবা
B. রোগীর জন্য উপযুক্ত আহার্য
C. পথের উপযোগী খাদ্য-পানীয়
D. ফল-মূল ইত্যাদি দামি খাবার

আহ্বান গল্পের বহুনির্বাচনী প্রশ্ন

৪৬. ‘আহ্বান’ গল্পে ব্যবহৃত কোন শব্দটি পূজারি ব্রাহ্মণের উপাধি নির্দেশ করে?
A. বাড়ুয্যে
B. ঘুঁটি
C. চক্কোত্তি
D. মুখুয্যে

৪৭. ‘অন্ধের নড়ি’ বাগধারাটির সঠিক অর্থ কি?
A. অন্ধ লোকের নড়ি
B. যে নড়ি অন্ধ
C. অসহায়ের একমাত্র অবলম্বন
D. সহায়ক লাঠি

৪৮. ‘গোলাপোরা ধান’ –এখানে ‘পোরা’ অর্থ কী?
A. পুড়ে যাওয়া
B. থেকে
C. ভরা
D. রাখা

৪৯. গল্পে কয়টি নারী চরিত্রের উল্লেখ আছে?
A. 8
B. ৬
C. ৭
D. ৮

৫০. ‘চুকে যাওয়া’ বলতে কী বোঝায়?
A. চুপি চুপি যাওয়া
B. চুলকানি হওয়া
C. মিটে যাওয়া বা শেষ হওয়া
D. চলে যাওয়া

আরো পড়ুনঃ অপরিচিতা গল্পের MCQ

৫১. গোপালের সহপাঠী কে ছিলেন?
A. শুকুর মিয়া
B. আবেদাল্বি
C. আবদুল
D. নসর

৫২. ‘আহ্বান’ গল্পের আলোকে মানুষের প্রকৃত সুখ কিসে আসে?
A. ধন-দৌলতের প্রাচুর্য
B. সংগীতচর্চায়
C. জ্ঞানে-গুণে
D. আন্তরিকতায়

৫৩. ‘আহ্বান’ গল্পে কোন বিষয়টি নেই?
A. ধনী-দরিদ্রের বৈষম্য
B. অসহায় দরিদ্র জীবন
C. কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামি
D. সামাজিক রীতিনীতির সংকীর্ণতা

৫৪. “গোলাপোরা ধান, গোয়ালপোরা গরু’ বলতে ক বুড়িকে দেখতে গিয়ে লেখক কোন কাজটি করে?
A. সুলতানি আমলের কথা
B. নবাবি আমলের কথা
C. জমির করাতি জীবিত থাকার সময়ের কথা
D. শায়েস্তা খাঁর আমলের কথা

৫৫. অসুস্থ বুড়িকে দেখতে গিয়ে লেখক কোন কাজটি করে?
A. বুড়ির জন্য কমলা নিয়ে যান
B. বুড়ির জন্য ডাক্তার ডেকে আনেন
C. ফল ও পথ্য কেনার জন্য কিছু টাকা দিয়ে আসেন
D. কাফনের কাপড় কিনে দেন

৫৬. বুড়ির বড্ড কষ্ট কী কারণে?
A. বুড়ির আপন নাই কেউ
B. কেউ তারে ভাত দেয় না তাই
C. জমিজিরাত নাই তাই
D. মৃত্যুর ভয়ে

৫৭. ‘মেঘমল্লার’, ‘মৌরিফুল’ কী জাতীয় রচনায় সংকলন-
A. উপন্যাস
B. ছোটগল্প
C. নাটক
D. প্ৰবন্ধ

৫৮. ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে কী বের করল?
A. দুটো পয়সা
B. পান সুপারি
C. গোটা চার পিঠা
D. গোটা কতক আম

৫৯. ‘কেন বাবা, পয়সা কেন?’-বুড়ির এ বক্তব্যে কোন বিষয়টি ফুটে উঠেছে?
A. বুড়ির বদান্যতা
B. বুড়ির স্নেহ-ভালোবাসা
C. বুড়ির সৌজন্যবোধ
D. বুড়ির সম্ভ্রমবোধ

৬০. ‘আহ্বান’ গল্পে নিষ্ঠুর চরিত্র কোনটি?
A. চক্কোত্তি মশায়
B. বুড়ি
C. বুড়ির নাত জামাই
D. পাতানো মেয়ে

আহ্বান গল্পের বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তর

৬১. ‘চক্কোত্তী’ কোন উপাধির সংক্ষিপ্ত রূপ?
A. কমলাকান্ত
B. বুড়ি
C. মুখোপাধ্যায়
D. চক্রবর্তী

৬২. ‘আহ্বান’ গল্পে কথকের গরমের ছুটি হয়েছিল কোন মাসে?
A. ফাল্গুন মাসে
B. চৈত্র মাসে
C. জ্যৈষ্ঠ মাসে
D. বৈশাখ মাসে

৬৩. ‘আহ্বান’ গল্পে কোন কোন ঋতুর নাম উল্লেখ আছে?
A. গ্রীষ্ম-শরৎ
B. শরৎ-হেমন্ত
C. শীত-বসন্ত
D. গ্রীষ্ম-বর্ষা

৬৪. গোপাল কোন মাসের ছুটিতে এসে নতুন ঘরখানায় ওঠে?
A. বৈশাখ
B. জ্যৈষ্ঠ
C. ভাদ্র
D. আশ্বিন

৬৫. বুড়ির স্বামী কিসের কাজ করতেন?
A. করাতের
B. জমির
C. ফেরিঘাটের
D. নৌকার

৬৬. কার দেওয়া দুধে অর্ধেক জল?
A. বুড়ির
B. হাজরা বেটার বউ
C. ঘুঁটি গোয়ালিনী
D. প্রসন্ন গোয়ালিনী

৬৭. ‘এক ঘটি দুধ আনলাম তোর জন্যি’ । উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
A. স্বার্থসিদ্ধি
B. স্নেহবোধ
C. আন্তরিকতা
D. ভালোবাসা

৬৮. ‘আহ্বান’ গল্পে বুড়ির স্বামীর নাম কী?
A. পরশু সরদার
B. আবেদালি
C. জমির
D. গনি মিয়া

৬৯. বুড়িকে কোন গাছের নিচে কবর দেয়া হয়েছে?
A. ডালিম
B. তিত্তিরাজ
C. বট
D. ছাতিম

৭০. আমগাছের ছায়ায় কথক কাকে দেখতে পেয়েছিল?
A. চক্কোত্তি মশায়কে
B. দিগম্বরীকে
C. হাজরা ব্যাটার বউকে
D. বৃদ্ধাকে

৭১. বুড়ির কবর খুঁড়েছে কে?
A. হাজরা ব্যাটা
B. দুজন জোয়ান ছেলে
C. একজন মাঝবয়সী
D. গল্পকথক

৭২. ‘আহ্বান’ গল্পে কোন ফলের নাম রয়েছে?
A. আম
B. কাঁঠাল
C. লিচু
D. জাম

উত্তরমালাঃ
০১.B | ০২.B | ০৩.B | ০৪.A | ০৫.C | ০৬.A | ০৭.D | ০৮.B | ০৯.A | ১০.D | ১১.D | ১২.A | ১৩.A | ১৪.A | ১৫.C | ১৬.C | ১৭.C | ১৮.B | ১৯.D | ২০.B | ২১.B | ২২.C | ২৩.C | ২৪.D | ২৫.C | ২৬.D | ২৭.D | ২৮.D | ২৯.C | ৩০.A | ৩১.D | ৩২.C | ৩৩.B | ৩৪.B | ৩৫.C | ৩৬.D | ৩৭.A | ৩৮.B | ৩৯.B | ৪০.D | ৪১.C | ৪২.C | ৪৩.C | ৪৪.C | ৪৫.B | ৪৬.C | ৪৭.C | ৪৮.C | ৪৯.A | ৫০.C | ৫১.B | ৫২.D | ৫৩.D | ৫৪.C | ৫৫.C | ৫৬.B | ৫৭.B | ৫৮.D | ৫৯.B | ৬০.C | ৬১.D | ৬২.C | ৬৩.B | ৬৪.B | ৬৫.A | ৬৬.C | ৬৭.B | ৬৮.C | ৬৯.B | ৭০.D | ৭১.B | ৭২.A |

আহ্বান গল্পের বহুনির্বাচনী প্রশ্ন

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা আহ্বান গল্পের বহুনির্বাচনী প্রশ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়
০১ ‘পরদিন কলকাতা চলে গেলাম’। ‘আহ্বান’ গল্পভুক্ত এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে?
A. আবদুল
B. আবেদালি
C. গল্পকথক
D. নসর

০২. ‘আহ্বান’ শব্দের প্রমিত উচ্চারণ-
A. আহোব্বান
B. আহোভান
C. আউভান
D. আওভান্

০৩. ‘আহ্বান’ গল্পের বৃদ্ধা মারা গেছেন কোন ঋতুতে?
A. শীতকালে
B. বর্ষাকালে
C. শরৎকালে
D. বসন্তকালে

০৪. ‘আহ্বান’ গল্পে গল্প কথক বুড়ির কাছ থেকে পেত-
A. লেবু, আম, কুমড়ো, কাঁচকলা
B. বেল, চাঁপাকলা, জাম, আমড়া
C. আম, পেয়ারা, কাঁঠাল, কুমড়ো
D. কাঁচকলা, লেবু, আম, লাউ

উত্তরমালা: ১.C | ২.D | ৩.C | ৪.A |

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

০১. ‘আহ্বান’ গল্পের নামকরণের পেছনে কোনটি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে?
A. ঘটনা
B. চরিত্র
C. ভাববস্তু
D. দ্বন্দ্ব

০২. ‘আহ্বান’ গল্পের মূল ভাববস্তু কী?
A. উদার মানবিক সম্পর্ক
B. চারিত্রিক সংকীর্ণতা
C. ধর্মীয় গোঁড়ামি
D. সামাজিক বৈষম্য

০৩. গ্রামীণ লোকায়ত জীবনধারা শাস্ত্রীয় কঠোরতা থেকে যে অনেকটা মুক্ত তা কোন গল্পে প্রতীয়মান?
A. অপরিচিতা
B. আহ্বান
C. মাসি-পিসি
D. রেইনকোট

০৪. জমির করাতি কোন গল্পের চরিত্র?
A. মাসি-পিসি
B. অপরিচিতা
C. রেইনকোট
D. আহ্বান

০৫. পাঠ্যসূচিভুক্ত ‘আহ্বান’ গল্পের বুড়ির স্বামীর নাম কী?
A. জমির
B. আবদুল
C. শুকুর মিয়া
D. আকবর

০৬. ‘অপরাজিতা’ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
A. শিখা
B. প্রগতি
C. পরিচয়
D. সবুজপত্র

০৭. ‘আহ্বান’ গল্পে কোন ভাববস্তু প্রতিফলিত হয়েছে?
A. রক্ষণশীলতা
B. ধর্মান্ধতা
C. সাম্প্রদায়িক ভেদাভেদ
D. উদার মানবিকতা

০৮. ‘আহ্বান’ গল্পে বৃদ্ধা পরদিন কথকের বাড়িতে হাজির হয়েছিল কেন?
A. টাকা চাইতে
B. অভ্যাসবশত
C. স্নেহবশত
D. অভাব জানতে

০৯. কোন উপন্যাসগুচ্ছ বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের? [জাবি]
A. শেষের পরিচয়, শেষের কবিতা, শেষলেখা
B. বামুনের মেয়ে, বিবর, অরণ্যের অধিকার
C. আরণ্যক, পথের পাঁচালী, ইছামতী
D. পূর্ব-পশ্চিম, সময় অসময়ের বৃত্তান্ত,

উত্তরমালা: ১.B | ২.A | ৩.B | ৪.D | ৫.A | ৬.B | ৭.D | ৮.C | ৯.C |

আহ্বান গল্পের বহুনির্বাচনী প্রশ্ন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button