অর্থনীতি
কৃষির উপখাত কয়টি ও কি কি?
প্রশ্নঃ- কৃষির উপখাত কয়টি ?
বা,
বাংলাদেশের কৃষির উপখাত কয়টি ও কি কি ?
বা,
কৃষির উপখাত গুলো কি কি ?
উত্তর: বাংলাদেশের কৃষিখাত চারটি উপখাতে বিভক্ত। যথা: ১. শস্য ও শাকসবজি; ২. প্রাণিজ সম্পদ; ৩. বনজ সম্পদ এবং ৪. মৎস্য।
বিভিন্ন প্রকার শস্য ও শাকসবজি নিয়ে কৃষির শস্য ও শাকসবজি উপখাতটি গঠিত। এটি কৃষির বৃহত্তম উপখাত। গৃহে ও খামারে পালিত নানা জাতীয় পশুপাখি নিয়েই বাংলাদেশ প্রাণিজ সম্পদ উপখাতটি গঠিত। গরু, মহিষ, ছাগল, ভেড়া, ঘোড়া, হাঁস-মুরগি প্রভৃতি এই উপখাতের অন্তর্ভুক্ত।
আর বাঁশ, কাঠ, বেত, মোম, মধু, রাবার, শন ইত্যাদি নিয়ে বনজ সম্পদ উপখাত এবং নদনদী, খাল-বিল, সামুদ্রিক মৎস্য ও মৎস্যজাত দ্রব্য নিয়ে মৎস্য উপখাত গঠিত।
আরও পড়ুনঃ বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর কেন?