Blog

জীবন নিয়ে উক্তি ২০২২

জীবন নিয়ে উক্তি: আপনার জীবনে পরিবর্তন আনতে পারে এমন কিছু সেরা উক্তি এখানে দেওয়া হলো। সাথে থাকবে জীবন নিয়ে বিখ্যাত মানুষের উক্তিগুলো।

জীবন পরিবর্তন নিয়ে উক্তি

✔️নিচে ১৫টি জীবন পরিবর্তন নিয়ে উক্তি দেওয়া হলোঃ

১। অন্ধরা দেখতে না পেলেও আলো আলোই থাকে, সে অন্ধকার হয়ে যায় না।

২। অতীত নিয়ে সব সময় পড়ে থাকলে তোমর এক চোঁখ অন্ধ, অতীতকে ভুলে গেলে তোমার দুই চোঁখই অন্ধ।

৩। অকর্মার কাছে মাঝে মাঝে সৌভাগ্য আসে কিন্তু কখনো বেশিক্ষণ থাকে না।

৪। খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকাই যথেষ্ট।

৫। সব ধরনের হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দূর্বলদের থেকে আলাদা করে।

৬। যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে কর।

৭। একসাথে হওয়া মানে শুরু,

একসাথে থাকা মানে উন্নতি,

দীর্ঘ সময় একসাথে চলা মানে সাফাল্য।

৮। সুখি জীবনের জন্য খুব অল্প কিছুর প্রয়োজন,

এটা তোমার মধ্যেই আছে,

এটা তোমার ভাবনার ধরন।

৯। যারা নতুন কিছু খুজে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না।

১০। যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে, তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট।

১১। সত্যিকারের জ্ঞানী মানুষ আমরা তখনই হতে পারি, যখন বুঝতে পারি আমরা আমদের চারপাশের জগত সম্পর্কে কতটা কম জানি।

১২। মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব, যদি সে যথেষ্ট সাহসী হয়।

১৩। আজকে এমন কিছু কর, যেন পাঁচ বছর পর আজকের দিনটি মনে পরে।

১৪। মোটিভেশন দিয়ে তোমরা শুরু হবে, অভ্যাস দিয়ে তুমি সামনে এগোবে।

১৫। তোমার একটি ছোত্ত পদক্ষেপ হাজার বছরের সফলতার যাত্রার শুরু হতে পারে।

জীবন নিয়ে উক্তি

জীবন নিয়ে বিখ্যাত ব্যাক্তিদের উক্তি

১। “যখন তুমি সত্যিই মন থেকে কিছু চাও, সারা পৃথিবী তখন ষড়যন্ত্র করে তোমাকে ওটা পাইয়ে দিতে সাহায্য করার জন্যে।” – পাওলো কোয়েলহো

২। মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অংক, যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি । – হুমায়ুন আহমেদ

কষ্টের স্ট্যাটাস
কষ্টের স্ট্যাটাস পড়তে ছবিতে ক্লিক করুন।

৩। আমরা যদি সময়ের যত্ন নিই, তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে। – মারিয়া এজগ্লোথ

৪। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় । – পিথাগোরাস

৫। স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় , তাকে সঙ্গে নিয়ে চলো , স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন । – ব্রায়ান ডাইসন

৬। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি ।
আলবার্ট আইনস্টাইন

৭। কাউকে হারিয়ে দেয়াটা খুব সহজ,
কিন্তু কঠিন হলো কারো মন জয় করা।
– এ পি জে আবদুল কালাম

৮। জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম,
যার কোন অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না ।
– জন ডব্লিউ গার্ডনার

৯। কখনও কখনও জীবন আপনাকে একটি ইট দিয়ে মাথায় আঘাত ও করবে। কিন্তু তাতে করে বিশ্বাস হারাবেন না। – স্টিভ জবস

১০। সত্যটি হচ্ছে আপনি জানেন না আগামীকাল কী হতে চলেছে। জীবন একটি উন্মাদ যাত্রা, এবং এখানে কিছুই গ্যরান্টিযুক্ত নয় । – এমিনেম

জীবন নিয়ে উক্তি 

আরও পড়ুনঃ  কষ্টের স্ট্যাটাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button