দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে

প্রশ্নঃ দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? [রাবি, ক- ইউনিট: ১৩-১৪]
উত্তরঃ মুহাম্মদ আলী জিন্নাহ।
ব্যাখ্যাঃ ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন জাতি ও রাষ্ট্র গঠনের মাধ্যমে ভারতকে রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত করার নির্ণায়ক ও আদর্শাশ্রয়ী একটি রাজনৈতিক মতবাদ। ভারত থেকে ব্রিটিশ শাসন অবসানের প্রাক্কালে বিশ শতকের চল্লিশের দশকে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের এ ধারণার উন্মেষ ঘটান।
হিন্দু ও মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা গ্রহণের পরেই মুসলিম নেতৃবৃন্দের ভাবোদয় হয় যে, পৃথক নির্বাচন ব্যবস্থার সুফল দ্বারা দুটি পৃথক জাতীয়তাবাদী চিন্তার উদ্রেক সম্ভব যাকে দ্বিজাতিতত্ত্ব অভিধায় আখ্যায়িত করা যায় কারণ, ভারতের মুসলিম জনগোষ্ঠী ঐতিহাসিক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিকভাবেই পৃথক একটি জাতি গঠন করতে সক্ষম। মুসলমানদের একটি জাতি হিসেবে আত্মপরিচয়ের সন্ধানে উদ্বুদ্ধ করতে স্যার সৈয়দ আহমদ খান (১৮১৭-১৯০৮) এ ধারণার উন্মেষ ঘটান। জিন্নাহ ঘোষণা করেন যে, হিন্দু মুসলমান দুটি আলাদা জাতি হবে। তার এ ঘোষণা ‘দ্বিজাতি তত্ত্ব’ হিসেবে পরিচিত।
প্রশ্নঃ দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ও কত সালে ঘোষণা দেন।
উত্তরঃ মুহাম্মদ আলী জিন্নাহ ১৯৩৯ সালে দ্বিজাতি তত্ত্বের ঘোষণা দেন।
এগুলো বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা এবং চাকরি পরিক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
আরটিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। তাদেরকেও গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে সহায়তা করুন। আপনার যদি কিছু বলার থাকে কিংবা কোনভুল তথ্য পেয়ে থাকেন তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানান।
আরো পড়ুনঃ পাকিস্তান কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?