এইচএসসি

নেকলেস গল্পের MCQ Test

এখানে নেকলেস গল্পের ৭৫+ MCQ দেওয়া হলো। এগুলো এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সবার নিচে এগুলোর উত্তর দেওয়া আছে। আশাকরি এটা আপনাদের অনেক উপকারে আসবে। এই নেকলেস গল্পের MCQ Test এর মাধ্যমে পরিক্ষার আগে নিজেকে একটু ঝালিয়ে নিতে পারবেন। প্রয়োজন মনে হলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার দিতে পারেন।

নেকলেস গল্পের MCQ Test দেওয়ার নিয়মঃ প্রথমে একটা খাতা নিন। ক্রমিক নং অনুসারে উত্তর গুলো লিখে ফেলুন৷ এরপর নিচে দেওয়া উত্তরমালার সাথে মিলিয়ে দেখুন আপনি কত পেয়েছেন। তো শুরু করে দিন 

নেকলেস গল্পের MCQ Test 

১. গী দ্য মােপাসা কত সালে জন্মগ্রহণ করেন?
A. ১৮৪৭
B. ১৮৪৮
C. ১৮৪৯
D. ১৮৫১

২. একটি নিম্ন মাধ্যমিক স্কুলে পড়ার সুত্রে কোন বিখ্যাত ঔপন্যাসিকের সাথে মােপাসার পরিচয় ঘটে?
A. শেলী
B. ইভান তুর্গনেভ
C. ফিওদর দস্কয়ে
D. গুস্তভ ফ্লবেয়ার

৩. ফ্লবেয়ারের বাসায় মােপাসাঁর কোন বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচয় ঘটে?
A. শেলী
B. ইভান তুর্গনেভ
C. ফিওদর দস্কয়েভস্কি
D. বায়রন

৪. কী হিসেবে মােপাসাঁ বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন?।
A. গল্পকার
B. নাট্যকার
C. কবি
D. সাংবাদিক

৫. কীভাবে মােপাসা এমিল জোলা ও ইভান তুর্গনেভসহ অনেক বিশ্ববিখ্যাত লেখাকের সাথে পরিচিত হন?
A. সাংবাদিকতার সূত্রে
B. সাহিত্য সমিতিতে গিয়ে
C. ফ্লবেয়ারের বাসায় গিয়ে
D. পিতার মাধ্যমে

৬. মােপাসাঁর রচনা কোন ধরনের?
A. ব্যক্তিনিষ্ঠ
B. ভাবপ্রবণ
C. বস্তুনিষ্ঠ
D. নিরপেক্ষ

৭. সাহিত্যসাধনার ক্ষেত্রে মােপাসা দৃষ্টিভঙ্গি কেমন?
A. রাজনৈতিক
B. পক্ষপাতী
C. ধর্মীয়
D. নিরপেক্ষ

৮. গী দ্য মােপাসা কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
A. ১৮৮০
B. ১৮৮৩
C. ১৮৯১
D.১৮৯৩

৯. নিচের কোনটি পূর্ণেন্দু দস্তিদারের ক্ষেত্রে প্রযােজ্য?
A লেখক ও রাজনীতিবিদ
B. লেখক ও সমাজসেবক
C. রাজনীতিবিদ ও সমাজসেবক
D. রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক

১০. কোন প্রানের লেখক হিসেবে পূর্ণেন্দু দস্তিদার খ্যাতি অর্জন করেন?
A. সমাজ ভাবুক
B. রাষ্ট্রভাবুক
C. জীবন সচেতন
D. দেশ সচেতন

নেকলেস গল্পের mcq

১১. নিচের কোনটি পূর্ণেন্দু দস্তিদারের রচনা
A. স্বাধীনতা সংগ্রামের ইতিকথা
B. স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম
C. স্বাধীনতার স্বাদ
D. একাত্তরের দিনগুলাে

১২. নিচের কোনটি পূর্ণেন্দু দস্তিদারের অনুবাদ গ্রন্থ?
A. অপরাধ এবং শাস্তি
B. দস্কয়েভস্কির গল্প
C. লিও তলস্তয়ের গল্প
D. শেখভের গল্প

১৩. মাদাম ললাইসেলের জীবনে কোনাে আনন্দ ছিল না কেন?
A. কেরানির পরিবারে জন্মগ্রহণের জন্য
B. স্বামীর অসুস্থতার জন্য
C. নিজের বিদঘুটে চেহারার জন্য
D. পিতার অসুস্থতার জন্য

১৪. মাদাম ললাইসেল তার শ্রেণির অন্যতম হিসেবে কেমন ছিল?
A. সুখী
B. রাগী
C. বঞ্চিত
D. অসুখী

১৫. মাদাম লােইসেলের স্বামী শিক্ষা পরিষদ হিসেবে অফিসের কেমন ছিল?
A. শিক্ষা পরিষদ অফিসের টাইপিস্ট
B. শিক্ষা পরিষদ অফিসের কেরানি
C. শিক্ষা পরিষদ অফিসের পিয়ন
D. শিক্ষা পরিষদ অফিসের কর্মকর্তা

১৬. মাদাম ললাইসেলের ব্যথিত হওয়ার কারণ ছিল-
A বাসকক্ষের দারিদ্র
B. স্বামীর অসুস্থতা
C. পিতার দারিদ্র্য
D. দামি গহনার অভাব

১৭. দরিদ্র কৃষকের কন্যা হেনা নিজ অবস্থার জন্য অত্যন্ত ব্যথিত- উদ্দীপকের হেনার সাথে নেকলেস’ গল্পের কার সাদশ্য রয়েছে?
A. মসিয়ে লােইসেল
B. মাদাম লাইসেল
C. ফোরসটিয়ার
D. জেনি

১৮. মাদাম ললাইসেল ভাবত তার কতজন গৃহভৃত্য থাকবে?
A. দুইজন
B. তিনজন
C. চারজন
D. পাঁচজন

১৯. মাদাম ললাইসেল যে বৈঠকখানাটি কামনা করে তাতে কিসের পর্দা ঝুলবে?
A. রেশম
B. মখমল
C. জরি
D. সিল্ক

২০. থাকবে তাতে বিভিন্ন চমক্কার আসবাব’-এখানে কিসের কথা বলা হয়েছে? A. পার্শ্বপক্ষ
B. বাসকক্ষ
C. খাবারঘর
D. বৈঠকখানা

আরো পড়ুনঃ রেইনকোট গল্পের MCQ

নেকলেস গল্পের MCQ

২১. নেকলেস’ গল্পে যে গােল টেবিলের কথা বলা হয়েছে তার ক্লথটি কতদিন ধরে ব্যবহৃত?
A. তিন
B. চার
C. পাঁচ
D. ছয়

২২. ও কী ভালাে মানুষ!- কার সম্পর্কে মসিয়ে লােইসেল একথা বলেছে?
A. শিক্ষামন্ত্রী
B. ফোরস্টিয়ার
C. মাদাম লােইসেল
D. জেনি

২৩. কী খেতে খেতে মাদাম ললাইসেল প্রণয়লীলার কাহিনি শােনার কল্পনা করেন?
A. মুরগি পাখনা
B. হাঁসের মাংস
C. সুস্বাদু কেক
D. হরিণের মাংস

২৪. মাদাম ললাইসেলের ধারণা কোন জিনিসের জন্যই তার সৃষ্টি?
A. দামি আসবাব
B. দামি খাবার
C. সুদশ্য বাসগত
D. ফ্রক বা জড়ােয়া গহনা

২৫. কনভেন্ট-এর ধনী বান্ধবীর সাথে দেখা করতে মাদাম ললাইসেলের ভালাে লাগত না কেন?
A. বান্ধবী অহঙ্কারী বলে
B. বান্ধবী সুন্দরী বলে
C বান্ধবী ধনী বলে
D. বান্ধবী জ্ঞানী বলে

২৬. কনভেন্ট-এর বান্ধবীর সাথে দেখা করে এসে মাদাম ললাইসেল সারাদিন কাঁদত কেন?
A. নিজ দুর্ভাগ্যের কথা ভেবে
B. পুরনাে দিনের কথা মনে করে
C. বান্ধবীর সাথে ঝগড়া করে
D. বান্ধবীর সাথে রাগ করে

২৭. বান্ধবীর সাথে দেখা করার পর মাদাম ললাইসেলকে কী গ্রাস করত?
A. ঈর্ষা
B. হতাশা ও নৈরাশ্য
C. পরশ্রীকাতরতা
D. লােভ

২৮. মর্সিয়ে ও মাদাম লােইসেল কোন মন্ত্রীর আমন্ত্রণপত্র পেয়েছিল?
A. শিল্পমন্ত্রীর
B. জনশিক্ষামন্ত্রীর
C. প্রধানমন্ত্রীর
D, সংস্কৃতি মন্ত্রীর

২৯. খামটি হাতে পেয়ে মাদাম লাইসেল কী হবে বলে মসিয়ে ললাইসেল আশা করেছিল?
A. খুশি
B. উৎফুল্ল
C. আনন্দিত
D. বিষন্ন

৩০. মাদাম ললাইসেল কোন দৃষ্টি দিয়ে স্বামীর দিকে তাকাল?
A. ঘৃণা
B. রাগ
C. ক্ষোভ
D. বিরক্তি

নেকলেস গল্পের mcq

৩১. মাদাম ললাইসেল শিক্ষামন্ত্রীর নিমন্ত্রণলিপি পেয়েও যেতে চাচ্ছিল না কেন? A. তার ভালাে পােশাক নেই বলে
B. তার ভলাে জুতাে নেই বলে
C. তার ভালাে চাদর নেই বলে
D. তার গহনা নেই বলে

৩২. বল নাচের দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম ললাইসেলকে কেমন মনে হয়?
A. উৎফুল্ল
B. বেদনার্ত
C. ভয়ার্ত ও হতাশ
D. বিচলিত ও উদ্বিগ্ন

৩৩. কত ফ্লা দিয়ে চমৎকার গােলাপফুল পাওয়া যায় বলে মসিয়ে বলেছিল?
A. সাত
B. আট
C. নয়
D. দশ

৩৪. মাদাম ললাইসেল স্বামীর কথা শুনে আনন্দধ্বনি করে উঠল কেন?
A. জড়ােয়া গহনা পাওয়ার পথ বলে দেওয়ায়
B. জড়ােয়া গহনা কিনে দেওয়ায়
C. দামি ফ্রক কিনে দেওয়ায়
D. দামি ফ্রকের ব্যবস্থার পথ বলে দেওয়ায়

৩৫. অদম্য কামনায় তার বুক দুরু দুরু করে। এই অদম্য কামনা কিসের জন্য?
A. হার গলায় পরার
B. হার ধার পাওয়ার
C. স্বামীকে খুশি করার
D. সবাইকে অবাক করে দে

৩৬. ফ্রান্সে পুরুষদের কী বলে সম্বােধন করা হয়?
A. মাদাম
B. মসিয়ে
C. মালিদা
D. ওস্তাফ

৩৭. মন্ত্রিসভার সব সদস্যের সাথে মাদাম ললাইসেলের কী নৃত্য করতে ইচ্ছে করছিল?
A. ওয়ালটজ
B. বল
C. ভরত
D. উচ্চাঙ্গ

৩৮. মেয়েটি কী কারণে আয়নার সামনে গিয়ে চাদরখানা খােলে?
A. হারটি শেষবারের মতাে দেখার জন্যে
B. নিজেকে গৌরমণ্ডিত রূপে শেষবারের মতাে দেখার জন্য
C. তার সুন্দর পােশাকটি দেখার জন্য
D. সাজগােজ করে তাকে কেমন দেখাচ্ছিল তা দেখার জন্য

৩৯. সকাল কয়টার দিকে মেয়েটার স্বামী ফিরে এলাে?
A. পাঁচটার দিকে
B. ছয়টার দিকে
C. সাতটার দিকে
D. আটটার দিকে

৪০. সন্ধ্যবেলায় যখন মসিয়ে লােইসেল ফিরে এলাে তখন তার মুখখানা কেমন ছিল?
A. শুষ্ক
B. বিবর্ণ
C. বেদনার্ত
B. মলিন

আরো পড়ুনঃ বিভিষণের প্রতি মেঘনাদ কবিতার mcq

নেকলেস গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪১. প্যালেস রয়েলে মসিয়ে ও মাদাম লােইসেল যে হীরার কণ্ঠহার দেখল তার দাম কত ছিল?
A. চল্লিশ হাজার ফ্ৰা
B. পঞ্চাশ হাজার ফ্ৰা
C. পঁয়তাল্লিশ ফ্রা
D. ষাট হাজার ফ্রা

৪২. মাদাম ললাইসেলের স্বামী সন্ধ্যাবেলায় কী করে?
A. স্ত্রীর কাজে সাহায্য করে
B. কয়েকজন ব্যবসায়ীর হিসাবের খাতা ঠিক করে
C. অন্য একটি অফিসে কাজ করে
D. একটি নৈশ বিদ্যালয়ে শিক্ষকতা করে

৪৩. খ্রিস্টান মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুলকে কী বলা হয়?
A. মনুমেন্ট
B. কনভেন্ট
C. চার্চ
D. বিদ্যাপীঠ

৪৪. সম্মান জানানাের জন্য কোন দেশে পুরুষদের মসিয়ে সম্বােধন করা হয়?
A. ইংল্যান্ড
B. ইরান
C. চীন
D. ফ্রান্স

৪৫. ফ্রা কী?
A. এক ধরনের পােশাক
B. রাজকীয় পদবি
C. রাজকীয় খাদ্য
D. ফরাসি মুদ্রা

৪৬. বর্তমানে ফ্রান্স ইউরাে মুদ্রা ব্যবহার করে কেন?
A. ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ায়
B. কমনওয়েলথের সদস্যপদ লাভ করায়
C. জাতিসংঘের সদস্য হওয়ায়
D. ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হওয়ায়

৪৭. ইউরােপ আমেরিকাসহ পৃথিবীর বহু দেশে কোন নৃত্য প্রচলিত? ‘, ইউরােপিয় ইউনিয়নের সদস্য হওয়ায়।
A. বল
B. বেলি
C. ধ্রুপদী
D. ভরত

৪৮. ‘প্যারি’ কী?
A. এক ধরনের মিষ্টান্ন
B. একধনের পােশাক
C. ফ্রান্সের অধিবাসী
D. প্যারিসের ফরাসি নাম

৪৯. ‘La Gaulois’?
A. একটি ফরাসি পত্রিকা
B. একটি বই
C. একধরনের পােশাক
D. রাজকীয় অনুষ্ঠান

৫০. La Parure’ সর্বপ্রথম কত সালে প্রকাশিত ও ইংরেজি ভাষায় অনূদিত হয়? | A. ১৮৮০
B. ১৮৮২
C. ১৮৮৩
D. ১৮৮৪

নেকলেস গল্পের mcq

৫১.গী দ্য মােপাসাঁ ১৮৯৩ খ্রিস্টাব্দের কত তারিখে মৃত্যুবরণ করেন?
A. ৬ জুলাই
B. ১১ জুলাই
C. ১৭ জুলাই
D. ২১ জুলাই

৫২. মাদাম লােইসেল চরিত্রটির মধ্যে কী ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ করা যায়?
A. দ্র ও নম্র
B. কৌশলী ও উদার
C. বিলাসী ও পরিশ্রমী
D. নির্মম ও কৌশলী

৫৩. পূর্ণেন্দু দস্তিদার কারাবরণ করেন
A. সরকারবিরােধী আন্দোলন করায়
B. যুববিদ্রোহে অংশ নেয়ায়
C. রাজনৈতিক আন্দোলন করায়
D. প্রথাবিরােধী কাজ করায়

৫৪. কনভেন্ট’ শব্দের অর্থ কী?
A. মিশনারিদের আবাস
B. সামাজিক নৃত্যানুষ্ঠান
C. রাজকীয় প্রাসাদ
D. বিলাসবহুল অনুষ্ঠান

৫৫. কী ধরনের বাক্সে হীরার হার রাখা ছিল? A. সােনালি বাক্সে
B. স্যাটিনের বাক্সে
C. রূপার বাক্সে
D. মুক্তাখচিত বাক্সে

৫৬. মাদাম-ললাইসেলের স্বামী কেমন?
A. বুদ্ধিমান
B. অহংকারী
C. বােকা
D. চতুর

৫৭.ভাের কয়টার দিকে লােইসেল বাড়ি ফিরে গেল?
A. তিন
B. চার
C. পাঁচ
D. হয়

৫৮. কোন বস্তু মাদাম ললাইসেলের খুব প্রিয়?
A. মাথার টুপি
B. গােলাপ ফুল
C. হাতের চুড়ি
D. জড়ােয়া গহনা

৫৯. চট্টগ্রাম যুব বিদ্রোহ কার নেতৃত্বে পরিচালিত হয়?
A. ক্ষুদিরাম বসু
B. প্রীতিলতা
C. মাস্টারদা সূর্যসেন
D. কবিয়াল রমেশ শীল

৬০. নেকলেস গল্পে মাদাম লােইসেলের স্বামী কোন অফিসের সামান্য কেরানি ছিল?
A. শিক্ষা বাের্ডের
B. মন্ত্রিপরিষদের
C. শিক্ষা পরিষদের
D. বাের্ড অফিসের

নেকলেস গল্পের MCQ

৬১. নেকলেস’ গল্পে লােইসেল দম্পতি কয়টি কামরা নতুনভাবে ভাড়া করল?
A. কয়েকটি
B. দুটি
C. তিনটি
D. চারটি

৬২. নেকলেস’ গল্পের লােইসেলের স্বামী পেশায় কী ছিল?
A. কেরানি
B. পাহারাদার
C. স্বর্ণকার
D. শিক্ষক

৬৩. ফরাসি ভাষায় নেকলেস’ গল্পের নাম কী?
A. La Parure
B. La Villa
C. La Luvre
D. La Museum

৬৪. জনশিক্ষা মন্ত্রীর নিমন্ত্রণপত্রে কত তারিখের উল্লেখ ছিল?
A. ১৮ জানুয়ারি
B. ১৮ই ফেব্রুয়ারি
C. ১৮ই নভেম্বর
D. ১৮ই ডিসেম্বর

৬৫. মােপাসাঁর সাহিত্য জীবন শুরু কী রচনার মাধ্যমে?
A কবিতা
B. গল্প
C. উপন্যাস
D. নাটক

৬৬. পূর্ণেন্দু দস্তিদার চট্টগ্রামের কোন উপজেলায় জন্মগ্রহণ করেন?
A. পটিয়া
B. হাটহাজারী
C. সীতাকুন্ড
D. বাঁশখালী

৬৭. সত্যিই তাে! এটা আমি ভাবিনি-এ উক্তিটি কোন গল্পের?
A. মাসি-পিসি
B. চাষার দুক্ষু
C. রেইনকোট
D. নেকলেস

৬৮. মাদাম ললাইসেলের পুরাে নাম কী?
A. মাতিলদা লােইসেল
B. নাতালিয়া লােইসেল
C. তিয়ানা লােইসেল
D. তিয়ানােভস্কি লােইসেল।

৬৯. নকল হারটির দাম কত হবে?
A. প্রায় পাঁচশত ফ্রা
B. প্রায় তিনশত ফ্রা
C. প্রায় চারশত ফ্রা
D. প্রায় ছয়শত ফ্রা

নেকলেস গল্পের mcq test

৭০. নেকলেস’ গল্পে কোন মাছের উল্লেখ আছে?
A. রুই
B. রােহিত
C. শ্যামন
D. রূপচাদা

উত্তরমালাঃ
০১.D | ০২.D | ০৩.B | ০৪.A | ০৫.C | ০৬.C | ০৭.D | ০৮.D | ০৯.A | ১০.A | ১১.B | ১২.D | ১৩.A | ১৪.D | ১৫.B | ১৬.A | ১৭.B | ১৮.A | ১৯.A | ২০.D | ২১.A | ২২.C | ২৩.A | ২৪.D | ২৫.C | ২৬.A | ২৭.B | ২৮.B | ২৯.A | ৩০.D | ৩১.A | ৩২.D | ৩৩.D | ৩৪.A | ৩৫.B | ৩৬.B | ৩৭.A | ৩৮.C | ৩৯.C | ৪০.D | ৪১.A | ৪২.B | ৪৩.B | ৪৪.D | ৪৫.D | ৪৬.D | ৪৭.A | ৪৮.D | ৪৯.A | ৫০.D | ৫১.A | ৫২.C | ৫৩.B | ৫৪.A | ৫৫.B | ৫৬.A | ৫৭.B | ৫৮.D | ৫৯.C | ৬০.C | ৬১.A | ৬২.A | ৬৩.A | ৬৪.A | ৬৫.A | ৬৬.A | ৬৭.D | ৬৮.A | ৬৯.A | ৭০.B |

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা MCQ

০১. মাদাম ললাইসেলের স্বামী এক সন্ধ্যায় কী হাতে নিয়ে উল্লাসভরে বাড়ি ফিরলেন?
A. কারুকাজ করা পর্দা
B. সুরুয়ার বড় মাটি
C. একটি বড় খাম
D. রূপাের উজ্জ্বল পাত্র

০২. নেকলেস’ গল্পটি সর্বপ্রথম কোন ভাষায় রচিত হয়েছিল?
A. ইংরেজী
B. জার্মান
C. ফরাসি
D. ইতালীয়

০৩. নেকলেস’ গল্পের লেখক কোন দেশের?
A. ফ্রান্স
B. জার্মানি
C. স্পেন
D. আয়ারল্যান্ড

০৪. নেকলেস’ গল্পে উল্লিখিত স্যাটিন’ কী? A. সুতি বস্ত্র
B. মসলিন বস্ত্র
C. জর্জেট বস্ত্র
D. মসৃণ চকচকে রেশমি মুখ

০৫. নেকলেস’ গল্পে নকল হারটির দাম কত ছিল?
A. ১০০ ফ্রা
B. ২০০ ফ্রা
C. ৪০০ ফ্রা
D. ৫০০ ফ্রা

০৬. গী দ্য মােপাসা কোন ভাষায় সাহিত্য রচনা করেন?
A. ইতালীয়
B. ফরাসি
C. ফারসি
D. স্পেনীয়

নেকলেস গল্পের mcq

০৭. গী দ্য মােপাসাঁর জন্ম কোথায়?
A. ভার্সাই
B. নর্মান্ডি
C. প্যারিস
D. ভেনিস

০৮. নেকলেস’ গল্পটির ভাববস্তুর সাথে প্রধানত যুক্ত কোনটি?
A. অহংকারের প্রাবল্য
B. বিলাসিতার পরিণাম
C. দাম্ভিকতার পরিণাম
D. জীবনের রূঢ় বাস্তবতা

উত্তরমালাঃ
০১.C | ০২.C | ০৩.A | ০৪.D | ০৫.D | ০৬.B | ০৭.B | ০৮.B |

তো এই ছিলো নেকলেস গল্পের MCQ Test
ভালো লাগলে আপনার বন্ধুদেরও শেয়ার করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button