সাধারণ জ্ঞান

প্রাচীন বাংলার জনপদ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরসহ

প্রাচীন বাংলার জনপদ: এগুলো বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা এবং চাকরি পরিক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

প্রাচীন বাংলা কোনো একক রাষ্ট্র ছিল না। এটি তখন কতগুলো অঞ্চলে বিভক্ত ছিল। অঞ্চলগুলো জনপদ নামে পরিচিত ছিল। প্রাচীন বাংলার জনপদ ১৬টি এবং প্রধান জনপদ ৯টি। সবচেয়ে প্রাচীন জনপদের নাম হল পুণ্ড্র।

প্রাচীন বাংলার জনপদ মানচিত্র

*প্রাচীন বাংলার জনপদ মানচিত্র

প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ জনপদগুলো

পুণ্ড্র: পুণ্ড্র ছিল প্রাচীন জনপদ গুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন। এটি বর্তমান বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলা নিয়ে গঠিত ছিল। পুণ্ড্রের রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর (বর্তমানে বগুড়ার মহাস্থানগড়) উল্লেখ্য, মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত।

হরিকেল: হরিকেল বর্তমান সিলেট, চট্রগ্রামের অংশ বিশেষ এবং ত্রিপুরা নিয়ে গঠিত ছিল।

বরেন্দ্র: বারেন্দ্র বর্তমান বগুড়া কিছু অংশ, দিনাজপুর ও রাজশাহীর অংশ বিশেষ নিয়ে গঠিত ছিল।

বঙ্গ: বঙ্গ বর্তমান ঢাকা ফরিদপুর, বরিশাল, বৃহত্তর বগুড়া, পাবনা এবং ময়মনসিংহ জেলার পশ্চিমাঞ্চল নিয়ে গঠিত ছিল। বঙ্গের রাজধানী ছিল সোনারগাঁও।

সমতট: সমতট বর্তমান কুমিল্লা ও নোয়াখালী জেলা নিয়ে গঠিত ছিল। সমতটের রাজধানী ছিল বরকামতা (কুমিল্লা)।

গৌড়: গৌড় বর্তমান মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানের কিছু অংশ ও চাঁপাইনবাবগঞ্জ নিয়ে গঠিত ছিল।  গৌড় জনপদের রাজধানী ছিল কর্ণসুবর্ণ (বর্তমান মুর্শিদাবাদ)।

জনপদ সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর

প্রশ্নঃ সমতট জনপদ কোথায় অবস্থিত?

উত্তরঃ কুমিল্লা ও নোয়াখালীতে।

প্রশ্নঃ বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? [৩৬তম বিসিএস]

উত্তরঃ পুণ্ড্র।

প্রশ্নঃ সিলেট কোন জনপদের অন্তর্গত ছিল?

উত্তরঃ হরিকেল।

প্রশ্নঃ ঢাকা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্গত ছিল? [২৪ তম বিসিএস]

উত্তরঃ বঙ্গ।

প্রশ্নঃ ময়মনসিংহ প্রাচীনকালে কোন জনপদের অংশ ছিল?

উত্তরঃ বঙ্গ।

প্রশ্নঃ কক্সবাজার জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?

উত্তরঃ আরাখান।

প্রশ্নঃ প্রাচীন গৌড় নগরীর অংশ বিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? [১৩ তম বিসিএস]

উত্তরঃ চাঁপাইনবাবগঞ্জ।

প্রশ্নঃ প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ কোনটি?

উত্তরঃ পুণ্ড্র।

প্রশ্নঃ হরিকেল জনপদের কোথায় অবস্থিত ছিল?

উত্তরঃ সিলেট ও চট্রগ্রাম।

প্রশ্নঃ নাটোর জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?

উত্তরঃ বরেন্দ্র।

প্রশ্নঃ বরিশাল কোন জনপদের অন্তর্ভুক্ত?

উত্তরঃ বাকেরগঞ্জ।

আরটিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। তাদেরকেও গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে সহায়তা করুন। আপনার যদি কিছু বলার থাকে কিংবা কোনভুল তথ্য পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানান।

আরো পড়ুনঃ বাংলাদেশের বিভিন্ন স্থানের বর্তমান ও পুরাতন নাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button