ব্লগ
বাঁশের কেল্লা কে নির্মাণ করেন?
প্রশ্নঃ বাঁশের কেল্লা কে নির্মাণ করেন?
উত্তরঃ তিতুমীর।
বিস্তারিতঃ তিতুমীর ১৮২৭ খ্রিস্টাব্দে হজ্ব করে দেশে আসেন এবং ধর্ম সংস্কার কাজে আত্মনিয়োগ করেন। তার এই ধর্মীয় সংস্কার আন্দোলনে বহু মুসলমান বিশেষ করে কৃষক, তাঁতী এই আন্দোলনে সাড়া দেয়। ফলে জমিদাররা মুসলমানদের উপর নানা নির্যাযাতনমূলক আচরণ শুরু করেন। তিনি ১৮৩১ সালে নরিকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা স্থাপন করেন। গোলাম মাসুমের (তিতুমীরের ভাগিনা) গড়ে তুলেন সুদক্ষ লাঠিয়াল বাহিনী। ১৮৩১ সালে মেজর স্কটের নেতৃত্বে ইংরেজ বাহিনী বাঁশের কেল্লা আক্রমণ করে। ইংরেজদের বিরুদ্ধে অস্রধারণ করে তিতুমীর প্রথম শহীদ হন।
আরো পড়ুনঃ বিভিন্ন পদে বাংলাদেশের প্রথম ব্যক্তিদের নাম: প্রশ্ন এবং উত্তর।