অর্থনীতি
বাংলার ইতিহাসে স্বর্ণযুগ কোনটি ?
বাংলার ইতিহাসে স্বর্ণযুগ কোনটি
প্রশ্নঃ- কোন যুগকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় এবং কেন?
বা,
বাংলার ইতিহাসে স্বর্ণযুগ কোনটি ?
উত্তর: মুসলিম যুগে (১২০০-১৭৫৭) বাংলার অর্থনীতি ছিল সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ। এ যুগ বাংলার ইতিহাসে ‘স্বর্ণযুগ’ নামে অভিহিত। এ সময় এখানে বস্ত্র, বিশেষ মসলিন বস্ত্র, চিনি, লৌহ, বারুদ, কামান, লবণ, কাগজ ইত্যাদি উৎপাদিত হতো। ত্রয়োদশ শতাব্দীতে বিখ্যাত পরিব্রাজক ইতালির মার্কোপলো এবং পঞ্চদশ শতকে চীনা পরিব্রাজক মা-হুয়ান উভয়ই বাংলা ভ্রমণ করেন। তারা তাদের ভ্রমণ কাহিনিতে উল্লেখ করেছেন যে, বাংলা থেকে পাঁচ-ছয় ধরনের উন্নতমানের সুতিবস্ত্র বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হতো। এর মধ্যে প্রধান ছিল মসলিন। ঐ সময় অর্থনীতি ছিল স্বয়ংসম্পূর্ণ এবং প্রচুর পণ্য এখান থেকে রপ্তানি হতো। এসব কারণে বাংলার ইতিহাসে মুসলিম যুগ স্বর্ণযুগ বলে পরিচিত।