বাজার ভারসাম্য কাকে বলে ?

বাজার ভারসাম্য কাকে বলে: আপনি হয়তো অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। এরকম আরো প্রশ্নের উত্তর জানতে আমাদের সাইটে সার্চ করুন অথবা “অর্থনীতি” পেইজটি ভিজিট করুন।
প্রশ্নঃ বাজার ভারসাম্য কাকে বলে ?
ভূমিকা : বাজার ভারসাম্য অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাজার ভারসাম্যের সাথে চাহিদা ও যোগান ধারণা জড়িত। বাজার ভারসাম্যের শর্ত হলো কোন দ্রব্যের চাহিদা ও যোগান সমান হবে।
সংজ্ঞা : ১টি নির্দিষ্ট সময়ে ১টি নির্দিষ্ট মূল্যে ১টি নির্দিষ্ট দ্রব্যের চাহিদা ও যোগান সমান হলে তাকে বাজার ভারসাম্য বলে।

উপরের সূচি হতে দেখা যায়, দাম যখন 1 টাকা তখন Qd
= 15 একক ও Qs = 5 একক। এখানে Qd > Qs হবে ফলে মূল্য বাড়বে। দাম 2 টাকা হলে Qd = 10 একক ও Qs = 10 একক। ফলে Qd = Qs। এখানে ভারসাম্য মূল্য অর্জিত হবে। দাম 3 টাকা হলে Qd = 5 একক ওQs = 15 একক। ফলে Qd < Qs । এখানে মূল্য হ্রাস পাবে।
নিচে চিত্রের সাহায্যে বাজার ভারসাম্য ব্যাখ্যা করা হলো :

চিত্রের ব্যাখ্যা : ভূমি অক্ষে Qd, Qs ও লম্ব অক্ষে P নির্দেশ
করা হয়েছে। Qd হলো চাহিদা রেখা এবং Qs হলো যোগান রেখা। দামে যখন 1 টাকা তখন Qd = 15 একক এবং Qs = 5 একক। এখানে Qd > Qs ফলে দাম বৃদ্ধি পাবে। দাম যখন 2 টাকা তখন Qd = Qs = 10 একক। ফলে চিত্রে E বিন্দুতে ভারসাম্য অর্জিত হবে। দাম 3 টাকা হলে Qd = 5 একক এবং Qs = 15 একক।
এখানে Qd <Qs ফলে মূল্য হ্রাস পাবে। চিত্রে E বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। ফলে ভারসাম্য মূল্য 2 টাকা এবং ভারসাম্য পরিমাণ 10 একক।
আরও পড়ুনঃ বাজেট রেখার বৈশিষ্ট্য
নিচে সমীকরণের সাহায্যে বাজার ভারসাম্য ব্যাখ্যা করা হলো :
মনে করি, চাহিদা সমীকরণ Qd = 20 – 3p
যোগান সমীকরণ Qs = -10 + 2p
বাজার ভারসাম্য অনুযায়ী Qd = Qs
বা, 20 – 3p – 10 + 2p
বা, – 3p – 2p = 10 – 20
বা, –5p = – 30
বা, 5p = 30
বা, P = 30÷5
সুতারং p = 6
p এর মান Qd সমীকরণে বসাই
Qd = 20 – 3p
= 20 – 3(6)
= 2
নির্ণেয় ভারসাম্য দাম p = 6 টাকা
এবং ভারসাম্য পরিমাণ Qd = 2 একক।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, এভাবে চাহিদা ও
যোগান রেখার সাহায্যে বাজার ভারসাম্য ব্যাখ্যা করা যায়।