ICT
বায়োমেট্রিক্স কি

প্রশ্নঃ বায়োমেট্রিক্স কি?
উত্তরঃ বায়োমেট্রিক্স হচ্ছে একটি কৌশল বা প্রযুক্তি যার দ্বারা একটি নির্দিষ্ট ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়।
প্রশ্নঃ বায়োমেট্রিক্সের জন কে?
১৯৮১ সালে আর্জেন্টিনার Juan Vucetich বায়োমেট্রিক্স পদ্ধতি আবিষ্কার করেন।
বায়োমেট্রিক্স কি এবং কত প্রকার?
প্রত্যেক মানুষ অন্যজন হতে শারিরীকভাবে কমপক্ষে একটি হলেও বিশেষ বৈশিষ্টের প্রেক্ষিতে আলাদা। আর শারিরীক এই বৈশিষ্ট্যসমূহ ব্যবহার করে একটি মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করাকে বায়োমেট্রিক্স বলে।
বায়োমেট্রিক্স সিস্টেমে দুই ধরনের বায়োলজিকাল ডেটা ব্যবহৃত হয় ।
১. শরীরবৃত্তীয় এবং
২. আচরণগত
শরীরবৃত্তীয়: শরীরবৃত্তীয় পদ্ধতি ৫ ভাগে বিভক্ত।
- মুখমন্ডল চিহ্নিতকরণ: মুখমন্ডলের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে চিহ্নিত করা হয়।
- হাতের আঙুল: হাতের আঙুলের ছাপ বিশ্লেষণ করে শনাক্ত করা হয়। ফিংগার প্রিন্ট বায়োমেট্রিকক্স পদ্ধতি একটি নিখুত, যথোপযুক্ত ও সার্বজনস্বীকৃত কৌশল। এই পদ্ধতিতে সফলতার হার অনেক বেশি।
- হাতের রেখা: হাতের আকার ও আঙুলের দৈর্ঘ্য বিশ্লেষণ করে শনাক্ত করা হয়।
- চোখের রেটিনা ও আইরিশ স্ক্যান: চোখের পেছনের প্রান্ত কৈশিকনালি এবং চোখের মনির চারপাশে রঙ্গিন বলয় বিশ্লেষণ করে শনাক্ত করা হয়।
- ডিএনএ: জেনেটিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে শনাক্ত করা হয়।
আচরণগত: আচরণগত পদ্ধতি ৩ ভাগে বিভক্ত।
- ভয়েস রিকগনিশন: কন্ঠ স্বরের মাধ্যমে শনাক্ত করে।
- সিগনেচার ভেরিফিকেশন: স্বাক্ষর যাচাইয়ের মাধ্যমে শনাক্ত করে।
- টাইপিং কীস্ট্রোক: টাইপিং দেখে শনাক্ত করে।
আরো পড়ুনঃ বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে?