Blog

বাংলাদেশের বিভিন্ন স্থানের বর্তমান ও পুরাতন নাম

বর্তমান ও পুরাতন নাম: বাংলাদেশের বিভিন্ন স্থানের বর্তমান ও পুরাতন নাম জেনে নিন। এগুলো বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা এবং চাকরি পরিক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষার জন্য গুরুত্বপূর

কালের বিবর্তনে কিংবা বিভিন্ন শাসকের ইচ্চায় বাংলাদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তন হয়েছেন। এই আরটিকেলে আপনারা পাবেন বাংলাদেশের বিভিন্ন স্থানের বর্তমান ও পুরাতন নাম। তথ্যগুলো প্রশ্ন ও উত্তর আকারে দেওয়া হয়েছে।

প্রশ্ন-১ঃ বাংলাদেশের পুরাতন নাম কি?

উত্তরঃ বং, বঙ্গ, বাঙ্গালো, সুবে বাঙ্গালা এবং পূর্ব বাংলা।

প্রশ্ন-২ঃ ঢাকার পুরাতন নাম কি?

উত্তরঃ ঢাকার পুরাতন নাম জাহাঙ্গীরনগর, ঢাবেকা, ঢুক্কা।

প্রশ্ন-৩ঃ চট্রগ্রামের পুরাতন নাম কি?

উত্তরঃ ইসলামাবাদ, পোরটো গ্রান্ড, শাতিলগঞ্জ।

প্রশ্ন-৪ঃ রাজশাহীর পুরাতন নাম কি? [রাবি, ই-ইউনিটঃ ১৫-১৬]

উত্তরঃ বরেন্দ্র, রামপুর-বোয়ালিয়া।

প্রশ্ন-৫ঃ খুলনার পুরাতন নাম কি?

উত্তরঃ জাহানাবাদ।

প্রশ্ন-৬ঃ বরিশালের পুরাতন নাম কি? [৩০তম ও ১১তম বিসিএস]

উত্তরঃ বরিশালে পুরাতন নাম চান্দ্রদ্বীপ, বাকলা, ইসমাইলপুর।

প্রশ্ন-৭ঃ সিলেটের পুরাতন নাম কি?

উত্তরঃ শ্রীহট্র, জালালাবাদ।

প্রশ্ন-৮ঃ ময়মনসিংহের পুরাতন নাম কি?

উত্তরঃ নাসিরাবাদ।

প্রশ্ন-৯ঃ মুন্সিগঞ্জের পুরাতন নাম কি?

উত্তরঃ বিক্রমপুর।

প্রশ্ন-১০ঃ ময়নামতির পুরাতন নাম কি?

উত্তরঃ রোহিতগিরি।

আরো কিছু স্থানের বর্তমান ও পুরাতন নাম

প্রশ্নঃ কুমিল্লার পুরাতন নাম কি? [ঢাবি, ঘ-ইউনিটঃ ০৯-১০]

উত্তরঃ ত্রিপুরা।

প্রশ্নঃ শাহবাগের পুরাতন নাম কি?

উত্তরঃ বাগ-ই-শাহেনশাহ

প্রশ্নঃ দিনাজপুরের পুরাতন নাম কি?

উত্তরঃ গন্ডোয়ানাল্যান্ড

প্রশ্নঃ কুষ্টিয়ার পুরাতন নাম কি?

উত্তরঃ নদীয়া।

প্রশ্নঃ মহাস্থানগড়ের পুরাতন নাম কি?

উত্তরঃ পুন্ড্রবর্ধন।

প্রশ্নঃ ফরিদপুরের পুরাতন নাম কি?

উত্তরঃ ফাতেহাবাদ।

প্রশ্নঃ নোয়াখালীর পুরাতন নাম কি?

উত্তরঃ সুধারাম, ভুলুয়া।

প্রশ্নঃ সোনারগাঁওয়ের পুরাতন নাম কি?

উত্তরঃ সুবর্ণগ্রাম।

প্রশ্নঃ  ফেনীর পুরাতন নাম কি?

উত্তরঃ শমশের নগর।

প্রশ্নঃ বাহাদুরশাহ পার্কের পুরাতন নাম কি?

উত্তরঃ ভিক্টোরিয়া পার্ক।

প্রশ্নঃ কক্সবাজারের পুরাতন নাম কি? [রাবি, ইউনিট- ইঃ ১২-১৩]

উত্তরঃ পালংকি, পানোয়া।

প্রশ্নঃ মুজিবনগরের পুরাতন নাম কি?

উত্তরঃ বৈদ্যনাথ তলা।

প্রশ্নঃ রাঙ্গামাটির পুরাতন নাম কি?

উত্তরঃ হরিকেল।

প্রশ্নঃ নবাবগঞ্জের পুরাতন নাম কি?

উত্তরঃ গৌড়।

প্রশ্নঃ শরীয়তপুরের পুরাতন নাম কি?

উত্তরঃ ইন্দ্রাকপুর পরগণা।

প্রশ্নঃ জামালপুরের পুরাতন নাম কি?

উত্তরঃ সিংহজানী।

প্রশ্নঃ ভোলার পুরাতন নাম কি?

উত্তরঃ দক্ষিণ শাহবাজপুর।

প্রশ্নঃ নিঝুম দ্বীপের পুরাতন নাম কি?

উত্তরঃ বাউলার চর।

প্রশ্নঃ বাগেরহাটের পুরাতন নাম কি?

উত্তরঃ খলিফাতাবাদ।

প্রশ্নঃ সাতক্ষীরার পুরাতন নাম কি?

উত্তরঃ সাতঘরিয়া।

প্রশ্নঃ গাজীপুরের পুরাতন নাম কি?

উত্তরঃ জয়দেবপুর।

প্রশ্নঃ উত্তরবঙ্গের পুরাতন নাম কি?

উত্তরঃ বরেন্দ্রভূমি।

প্রশ্নঃ রাজবাড়ীর পুরাতন নাম কি?

উত্তরঃ গোয়ালন্দ।

প্রশ্নঃ গাইবান্ধার পুরাতন নাম কি?

উত্তরঃ ভবানীগঞ্জ।

প্রশ্নঃ নুর হোসেন স্কয়ারের পুরাতন নাম কি?

উত্তরঃ গুলিস্তানের জিরো পয়েন্ট।

প্রশ্নঃ নাটক সারণির পুরাতন নাম কি?

উত্তরঃ বেইলি রোড।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button