এইচএসসি

বিভীষণের প্রতি মেঘনাদ MCQ Test

এখানে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার ৬৫+ MCQ Test দেওয়া হয়েছে। এগুলো এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সবার নিচে এগুলোর সঠিক উত্তর দেওয়া আছে। আশাকরি এটা আপনাদের অনেক উপকারে আসবে। এই Test এর মাধ্যমে পরিক্ষার আগে নিজেকে একটু ঝালিয়ে নিতে পারবেন। প্রয়োজন মনে হলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার দিতে পারেন।

বিভীষণের প্রতি মেঘনাদ MCQ Test দেওয়ার নিয়মঃ প্রথমে একটা খাতা নিন। ক্রমিক নং অনুসারে উত্তর গুলো লিখে ফেলুন৷ এরপর নিচে দেওয়া উত্তরমালার সাথে মিলিয়ে দেখুন আপনি কত পেয়েছেন। তো শুরু করে দিন

বিভীষণের প্রতি মেঘনাদ MCQ Test

০১. প্রমীলা কার স্ত্রী?
A. মেঘনাদ
B. রাবণ
C. লক্ষ্মণ
D. বিভীষণ

০২. লক্ষ্মণ পশিল কোথায়?
A. মন্দিরে
B. রক্ষপুরে
C. উদ্যানে
D. মাঠে

০৩. বিভীষণ কাকে রাজার আলয়ে বসিয়েছে?
A. ভিখারিকে
B. দরিদকে
C. ব্রাহ্মণকে
D. চণ্ডালকে

০৪. মেঘনাদ কাকে গঞ্জনা করতে চায় না? A. বীরবাহুকে
B. লক্ষ্মণকে
C. বিভীষণকে
D. রাবণকে

০৫. মেঘনাদ কাকে দ্বার ছাড়তে বলে?
A. মায়াদেবীকে
B. লক্ষ্মণকে
C. বিভীষণকে
D. রাবণকে

০৬. রক্ষপুরে কে পৌছল?
A. রাম
B. লক্ষ্মণ
C. বিভীষণ
D. মেঘনাদ

০৭. হায়, তাত, উচিত কি তব এক কাজ?’ – উক্তিটি কার?
A. লক্ষ্মণের
B. রামের
C. বীরবাহুর
D. মেঘনাদের

০৮. লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে-আহবে অর্থ কী?
A. যুদ্ধে
B. দেবতার নাম
C. সশব্দে
D. আসিবে

০৯. কার ভ্রাতৃপুত্র বাসববিজয়ী?
A. রাম
B. লক্ষ্মণ
C. বীরবাহু
D. বিভীষণ

১০. মেঘনাদ রামানুজকে কোথায় পাঠাতে চায়?
A. শয়নকক্ষে
B. শ্রীঘরে
C. শমন-ভবনে
D. প্রাসাদ ঘরে

বিভীষণের প্রতি মেঘনাদ MCQ Test

১১. রাঘব দাস কে?
A. কুম্ভকর্ণ
B. রাম
C. বীরবাহু
D. বিভীষণ

১২. কার কথা শুনে মেঘনাদের মৃত্যুবরণ করতে ইচ্ছা করে?
A. রামের
B. রামানুজের
C. বিভীষণের
D. বীরবাহুর

১৩. বিধুরে বিধি কোথায় স্থাপিত?
A. শশ্মানঘাটে
B. ইন্দ্রসভায়
C. সােনার পাটে
D. স্থাণুর ললাটে

১৪. মেঘনাদ রামকে কী বলে সম্বােধন করেছে?
A. অবতার
B. অধম
C. ভীতু
D. ভীরু

১৫. স্বচ্ছ সরােবরে কী খেলা করে?
A. রাজহংস
B. ডাহুক
C. সাদা বক
D. পানকৌড়ি

১৬. মেঘনাদ কোথায় যজ্ঞ করেন?
A. প্রমােদ উদ্যানে
B. নিকুম্ভিলা যজ্ঞাগারে
C. গঙ্গা ঘাটে
D. নাটমন্দিরে

১৭. শূর শব্দটির সঠিক অর্থ কী?
A. অর্থপূর্ণ
B. বীরত্বপূর্ণ
C. তাৎপর্যপূর্ণ
D. দৈবশক্তি

১৮. নিকুম্ভিলা যজ্ঞাগারে কোন দেবতার পূজা করা হয়?
A. মহাদেব
B. অগ্নিদেবতা
C. ইন্দ্র
D. শিব

১৯. বিভীষণ কার সহােদর?
A. রাবণের
B. লক্ষ্মণের
C. বীরবাহুর
D. মেঘনাদের

২০. বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশে ‘অরিন্দম’ কে?
A. রাম
B. কুম্ভকর্ণ
C. মেঘনাদ
D. বিভীষণ

আরও পড়ুনঃ রেইনকোট গল্পের MCQ

বিভিষণের প্রতি মেঘনাদ MCQ Test

২১. নিকষা কে?
A. রামের মা
B. মেঘনাদের স্ত্রী
C. বীরবাহুর মা
D. রাবণের মা

২২. কুম্ভকর্ণ কে?
A. রামের সহােদর
B. নিকষার সহােদর
C. রাবণের সহােদর
D. মায়াদেবীর সহােদর

২৩. চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে – এখানে কোনভাব সর্বাধিক জোরালাে?
A. বিস্ময়
B. তিরস্কার
C. ঘৃণা
D. ক্রোধ

২৪. মেঘনাদের অপর নাম কী?
A. বাসব
B. পঙ্কজ
C. ইন্দ্রজিৎ
D. জিতেন্দ্রীয়

২৫. পরদোষে কে চাহে মজিতে? উক্তিটি কার
A. রাবণের
B. মেঘনাদের
C. লক্ষ্মণের
D. বিভীষণের

২৬. রাঘব কোন বংশের শ্রেষ্ঠ সন্তান?
A. রঘুবংশের
B. মিত্তির বংশের
C. দত্ত বংশের
D. চন্দ্র বংশের

২৭. রাবণি কে?
A. রাবণপুত্র
B. রাবণকন্যা
C. রাবণপত্রি
D. রাবণশত্রু

২৮. লক্ষ্মণের অপর নাম কি?
A. সদেব
B. দেব
C. সৌমিত্রি
D. সহানুজ

২৯. কে দেবতাদের আনুকূল্য পেয়েছিলেন?
A. মেঘনাদ
B. রাম
C. রাবণ
D. লক্ষ্মণ

৩০. বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশের চরণের মাত্রা কয়টি পর্বে বিন্যস্ত?
A. দুটি
B. তিনটি
C. চারটি
D. ছয়টি

বিভীষণের প্রতি মেঘনাদ MCQ Test

৩১. বিভীষণের প্রতি মেঘনাদ” কাব্যাংশ মেঘনাদবধ কাব্যের কোন সর্গ থেকে সংকলিত হয়েছে?
A. চতুর্থ
B. ষষ্ঠ
C. সপ্তম
D. নবম

৩২. ‘মেঘনাদবধ কাব্য’ মােট কয়টি সর্গে বিভক্ত?
A. তিনটি
B. চারটি
C. পাঁচটি
D. নয়টি

৩৩. মেঘনাদকে হত্যার উদ্দেশ্য আগত লক্ষ্মণকে পথ দেখিয়ে দেয় কে?
A. রাবণ
B. বিভীষণ
C. কুম্ভকর্ণ
D. মায়াদেবী

৩৪. মেঘনাদ যজ্ঞাগারে কোন দেবতার পূজা করে?
A. জলদেবী
B. অগ্নিদেবী
C. শ্রীকৃষ্ণ
D. বিষ্ণু

৩৫. রামায়ণ রচয়িতা কে?
A. বাল্মীকি
B. কাশীদেব
C. কালিদাস
D. রাজা দশরথ

৩৬. ‘মেঘনাদবধ কাব্য কোনটি অবলম্বনে রচিত?
A. মহাভারত
B. রামায়ণ
C. বৈষ্ণব পদাবলি
D. গীতা

৩৭. নবজাগরণের সারকথা কী ?
A. দেবতার জয়
B. নারীর আত্মপ্রতিষ্ঠা
C. যুদ্ধ নয় শান্তি
D. মানবকেন্দ্রিকতা

৩৮. মাইকেল মধুসূদনের লেখনীতে হীনরূপে কোন চরিত্র উপস্থাপিত হয়েছে?
A. রাম-লক্ষ্মণ
B. রাম-রাবণ
C. বীরবাহু বিভীষণ
D. রাবণ-মেঘনাদ

৩৯. মেঘনাদবধ কাব্য কয় মাত্রা বিশিষ্ট?
A. ১৪
B. ১৮
C. ২২
D. ২৮

৪০. অরিন্দম বিষাদিত হলাে কেন?
A. যজ্ঞাগারে রামকে দেখে
B. যজ্ঞাগারে পিতাকে দেখে
C. যজ্ঞাগারে রামানুজকে দেখে
D. দ্বারে বিভীষণকে দেখে

আরো পড়ুনঃ আমার পথ প্রবন্ধের MCQ

বিভীষণের প্রতি মেঘনাদ MCQ Test

৪১. লক্ষ্মণ যজ্ঞাগারে এসেছিলেন
A. বিভীষনের সহায়তায়
B. কুম্ভকর্ণের সহায়তায়
C. রামের সহায়তায়
D. মায়ের আশীর্বাদে

৪২. মেঘনাদ কেন বিভীষণকে দ্বার ছাড়তে বলে?
A. অস্ত্রাগারে যাবে
B. পিতার কাছে যাবে
C. পূজা করতে যাবে
D. মায়ের কাছে যাবে

৪৩. মেঘনাদ লঙ্কার কলঙ্ক বিনষ্ট করতে চায় কিভাবে?
A. যুদ্ধ করে
B. পূজা করে
C. যজ্ঞ করে
D. প্রার্থনা করে

৪৪. বিভীষণ কেন রামের পক্ষ অবলম্বন করে?
A. অর্থের মােহে
B. ক্ষমতার লােভে
C. রাঘবদাস বলে
D. রাবণকে শিক্ষা দিতে

৪৫. মৃগেন্দ্র কেশরী কেন শৃগালের সঙ্গে মিত্রভাব করে না?
A. শত্রু বলে
B. উঁচু-নিচু বলে
C. লক্ষ্মণের কথা শুনে
D. বিভীষণের কথা শুনে

৪৬. লক্ষ্মণ ক্ষুদ্রমতি নর কেন?
A. বিভীষণের সঙ্গে হাত মেলানােতে
B. গােপনে যজ্ঞাগারে প্রবেশ করায়
C. যুদ্ধের নিয়ম ভঙ্গ করায়
D. অহেতুক ভর্ৎসনা করায়

৪৭. বিভীষণের মতে, লঙ্কাপুরী ধ্বংসের কারণ –
A. রাঘবের নিন্দা
B. রাবণের আত্মকৃত ভুল
C. রাবণের ঈশ্বরে অবিশ্বাসে
D. রাবণের বিশ্বাসঘাতকতা

৪৮. গুণহীন হলেও স্বজন শ্রেয় কেন? A.তাদের সঙ্গে রক্তের সম্পর্ক
B. বিপদে তারা পাশে থাকে
C. তারা অনুগত বলে
D. সংখ্যায় বেশি থাকে বলে

৪৯. বিভীষণ জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি বিসর্জন দিয়েছেন যে কারণে
A. রামের পক্ষ অবলম্বন করায়
B. রাবণকে শিক্ষা দিতে
C. মেঘনাদের দ্বার রুদ্ধ করায়
D. বীরবাহুকে হত্যা করে

৫০. ‘গতি যার নীচ সে দুর্মতি’-বলতে বােঝানাে হয়েছে
A. মন্দলােকও ভালাে কাজ করে
B. হীন লােকের প্রবৃত্তি অসৎ
C. ব্যবহারে বংশের পরিচয়
D. মন্দ লােক সবার শত

বিভীষণের প্রতি মেঘনাদ MCQ Test

উত্তরমালাঃ
০১.A | ০২.B | ০৩.D | ০৪.C | ০৫.C | ০৬.B | ০৭.D | ০৮.A | ০৯.D | ১০.C | ১১.D | ১২.C | ১৩.D | ১৪.B | ১৫.A | ১৬.B | ১৭.B | ১৮.B | ১৯.A | ২০.C | ২১.D | ২২.C | ২৩.B | ২৪.C | ২৫.D | ২৬.A | ২৭.A | ২৮.C | ২৯.B | ৩০.A | ৩১.B | ৩২.D | ৩৩.B | ৩৪.B | ৩৫.A | ৩৬.B | ৩৭.D | ৩৮.A | ৩৯.A | ৪০.D | ৪১.A | ৪২.A | ৪৩.A | ৪৪.C | ৪৫.B | ৪৬.C | ৪৭.B | ৪৮.B | ৪৯.A | ৫০.B |

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা MCQ

ঢাকা বিশ্ববিদ্যালয়
০১. ‘লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে’—“বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় ‘আতর আজ, [A,১৮-১৯]
A. রাবণ
B. যুদ্ধ
C. লক্ষ্মণ
D. বিভীষণ

০২. মেঘনাদের পিতামহীর নাম কী? [C,১৮-১৯]
A. প্রমীলা
B. চিত্রাঙ্গদা
C. মন্দোদরী
D. নিকষা

০৩. ‘নিজগৃহপথ, তাত, দেখাও তস্করে? এখানে তস্কর’ কে? [A ১৭-১৮]
A. মেঘনাদ
B. লক্ষ্মণ
C. কুম্ভকর্ণ
D. বিভীষণ

০৪. নিকুম্ভিলা যজ্ঞাগারে মেঘনাদ কোন দেবতার উদ্দেশ্যে পূজা নিবেদন করেছিলেন? [D ১৭-১৮]
A. অগ্নিদেবতা
B. মহাদেব
C. ইন্দ্র
D. ব্রহ্মা

০৫. নিশীথে অম্বরে মন্দ্রে জীমূতেন্দ্র কোপি’ এ চরণের ‘কোপি’র সমার্থক শব্দ কোনটি? [D ১৭-১৮]
A. বজ্র
B. বিদ্যুৎ
C. আঘাত
D. ক্ৰব্ধ

০৬. বঙ্গভাষা’ কবিতার মূল বিষয় কোনটি? [B ০৭-০৮]
A. মাতৃভাষার মাধুর্য বর্ণনা
B. মাতৃভাষার জয়গান
C. মাতৃভাষার দৈন্যদশায় দুঃখ প্রকাশ
D. মাতৃভাষারূপ ভান্ডারের শূন্যতায় আক্ষেপ

উত্তরমালাঃ ১.B | ২.D | ৩.B | ৪.A | ৫.D | ৬.B |

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

০১. বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার বিরুদ্ধে ঘৃণা প্রকাশিত হয়েছে কোন কবিতায়? [B(সকাল),১৮-১৯]
A. বিভীষণের প্রতি মেঘনাদ
B. আঠারাে বছর বয়স
C. তাহারেই পড়ে মনে
D. রক্তে আমার অনাদি অস্থি

০২. কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়? [B(বিকাল),১৮-১৯]
A. বীরাঙ্গনা কাব্য
B. মেঘনাদবধ কাব্য
C. ঝরা পালক
D. একেই কি বলে সভ্যতা

০৩. জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব ও জাতিসত্তার সংহতির গুরুত্ব অভিব্যক্ত হয়েছে কোন কবিতায়? [D(সকাল),১৮-১৯]
A. বিভীষণের প্রতি মেঘনাদ
B. সাম্যবাদী
C. সেই অস্ত্র
D. ফেব্রুয়ারি ১৯৬৯

০৪. শমন-ভবন কী? [A(সকাল),১৮-১৯]
A. দেবালয়
B. যমালয়
C. যঙ্গালয়
D. বাসবালয়

০৫. কোন বিশেষ ছন্দরীতিকে ভেঙ্গে মধূসূদন অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন? [D(বিকাল),১৮-১৯]
A. অক্ষরবৃত্ত
B. মাত্রাবৃত্ত
C. স্বরবৃত্ত
D. পয়ারা

বিভীষণের প্রতি মেঘনাদ MCQ Test

০৬. নিচের কোনটি গদ্য রচনা নয়? [B ১৭-১৮]
A. ব্রজাঙ্গনা কাব্য
B. দিবারাত্রির কাব্য
C. বাংলার কাব্য
D. শেষের কবিতা

০৭. মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন কোনটি? [B ১৭-১৮]
A. বুড় সালিকের ঘাড়ে রোঁ
B. বুড়াে শালিকের ঘাড়ে রোঁ
C. বুড় শালিখের ঘাড়ে রোঁ
D. বুড় শালিকের ঘাড়ে রোঁ

০৮. বীরাঙ্গনা কাব্য’ কে লিখেছেন?
A. মনিরুজ্জামান ইসলামাবাদী
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. বন্দে আলী মিয়া
D. মধুসূদন দত্ত

০৯. কোনটি মধুসূদন দত্তের রচনা নয়?
A. মেঘনাদবধ কাব্য
B. শর্মিষ্ঠা
C. পদ্মাবতী
D. রত্মবতী

উত্তরমালাঃ ১.A | ২.C | ৩.A | ৪.B | ৫.D | ৬.A | ৭.A | ৮.D | ৯.D |

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

০১.“বিভীষণের প্রতি মেঘনাদ” কাব্যাংশের অন্তর্নিহিত ভাব – [C1 SR-S]
A. মাতৃভূমির প্রতি ভালােবাসা
B. দেশদ্রোহিতার প্রতি ঘৃণা
C. জাতিসত্তার সংহতির প্রতি গুরুত্ব
D. সবকটি

০২. যা ফিরি, অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে। এ অংশটি কোন লেখার অন্তর্গত? [E ১৭-১৮]
A. পাঞ্জেরি
B. সােনার তরী
C. জীবন-বন্দনা
D. বঙ্গভাষা

উত্তরমালাঃ ১.D | ২.D |

রাজশাহী বিশ্ববিদ্যালয়

০১. কোনটি মধুসূধন দত্তের লেখা নয়? [B ১৭-১৮]
A. তিলােত্তমাসম্ভব কাব্য
B. মেঘনাদবধ কাব্য
C. কৃষ্ণকুমারী
D. সধবার একাদশী

০২. রাবণের মায়ের নাম কী? [B ১৭-১৮]
A. সুমিত্রা
B. কৈকেয়ী
C. কৌশল্যা
D. নিকষা

০৩. ‘পাঠাইব রামানুজে শমন-ভবনে’ এর পরের লাইন কোনটি? [E ১৭-১৮]
A. বনবাসী! হে বিধাতা, নন্দন কাননে
B. লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে
C. ভ্রমে দুরাচার দৈত্য? প্রফুল্ল কমলে
D. অবিদিত নহে কিছু তােমার চরণে

০৪. চণ্ডালে বসাও আনি—– আলয়ে’ শূন্যস্থানে কোন শব্দ বসবে? [A ১৭-১৮]
A. তস্করের
B. রাজার
C. বাঘের
D. সিংহের

০৫. মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত গ্রন্থ – [A ১৭-১৮]
A. চতুর্দশপদী কবিতাবলি
B. মায়াকানন
C. বীরাঙ্গনা
D. কোনােটিই না

উত্তরমালাঃ ১.D | ২.D | ৩.B | ৪.B | ৫.D |

তো এই ছিলো বিভীষণের প্রতি মেঘনাদ MCQ Test
ভালো লাগলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button