বুলেটিন বোর্ড কি ?

বুলেটিন বোর্ড কি
বুলেটিন বোর্ড একটি শক্তিশালী কেন্দ্রীয় কম্পিউটারের সাথে অন্যান্য কম ক্ষমতাসম্পন্ন কম্পিউটার টেলিফোন
লাইনের মাধ্যমে সংযুক্ত থাকে এবং কম্পিউটারের সাথে যোগাযোগ রক্ষা, তথ্য সরবরাহ ও সংরক্ষণ ইত্যাদি কাজ
করে থাকে। এতে অফিস, কলেজ, মার্কেট অথবা জনসমাবেশ স্থানে ব্যবহৃত বুলেটিন বোর্ডের ন্যায় বিভিন্ন
সংবাদ ও বিজ্ঞাপন ইত্যাদি থাকে।
কম্পিউটার বুলেটিন বোর্ডে গুরুত্বপূর্ণ সংবাদ সংরক্ষিত থাকে। বিমান বন্দরে কোন বিমান কখন আসবে এবং কোন্ বিমান কখন কোন দেশের উদ্দেশ্যে ছেড়ে যাবে তা বুলেটিন বোর্ডের মাধ্যমে প্রদর্শন করা হয়ে থাকে। বুলেটিন বোর্ডে সংবাদও সংযোজন করা যায়। বুলেটিন বোর্ড প্রযুক্তি তৈরি করেন Ward Christensen and Randy Sucss.
বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান বুলেটিন বোর্ড সিস্টেম তৈরি করে সংবাদসহ বিভিন্ন তথ্য প্রচার করছে। এজন্য বুলেটিন বোর্ডের কম্পিউটার সব সময় সচল রাখতে হয়। বুলেটিন বোর্ড সচল রাখার জন্য টেলিফোন লাইনের সাথে সংযুক্ত রাখতে হয়। ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রণের জন্য এতে আলাদা আলাদা পাসওয়ার্ড দেওয়া হয়।
অনেক প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে নির্দিষ্ট ফি-র বিনিময়ে গ্রাহকদের বুলেটিন বোর্ড ব্যবহার করতে দেয়। এ ধরনের বোর্ড বিজ্ঞাপন, ব্যক্তিগত সংবাদ, মজার কার্টুন ইত্যাদি প্রচার করে থাকে। এ যোগাযোগের জন্য বিশেষ সফ্টওয়্যারের প্রয়োজন হয়।
বুলেটিন বোর্ডে e-mail accounts, FTP services, IRC-সহ সকল ইন্টারনেট প্রটোকল ব্যবহারের সুবিধা থাকায়
পৃথিবীর যেকোনো স্থান হতে এর সাথে সংযুক্ত হয়ে একজন ব্যবহারকারী নিম্নরূপ কাজগুলো করতে পারে।
- সংবাদ পাঠ করতে পারে।
- তথ্য আপলোড ও ডাউনলোড করতে পারে।
- ই-মেইল করে তথ্য আদান-প্রদান করতে পারে।
- চ্যাটিং করতে পারে।
- পাবলিক তথ্যকেন্দ্র হিসেবে কাজ করতে পারে।
প্রশ্নঃ বুলেটিন বোর্ড কি ?
বা, বুলেটিন বোর্ড কোনটি ?
বা, বুলেটিন বোর্ড কাকে বলে ?
উত্তরঃ বুলেটিন বোর্ড বিল বোর্ডের ডিজিটাল রূপ যা একটি শক্তিশালী কেন্দ্রীয় কম্পিউটারের সাথে অন্যান্য কম ক্ষমতাসম্পন্ন কম্পিউটার টেলিফোন লাইনের মাধ্যমে সংযুক্ত থাকে এবং কম্পিউটারের সাথে যোগাযোগ রক্ষা, তথ্য সরবরাহ ও সংরক্ষণ ইত্যাদি কাজ
করে থাকে। বিভিন্ন জনবহুল স্থানে বুলেটিন বোর্ড লক্ষ্য করা যায়। যেমন :
- বিমান বন্দরে বিমানের শিডিউল দেখাতে বুলেটিন বোর্ড স্থাপন করা হয়।
- ট্রেনের শিডিউল দেখাতে বুলেটিন বোর্ড স্থাপন করা হয়।
- বিজ্ঞাপন দেখাতেও বুলেটিন বোর্ড স্থাপন করা হয়।
সহজ ভাষায় বলতে গেলে মনিটরের সাহায্যে বিভিন্ন তথ্য প্রদর্শন করার প্রযুক্তিকে বুলেটিন বোর্ড বলে।
আরও পড়ুনঃ স্মার্ট হোম কি