মৌলিক সংখ্যা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন এবং উত্তর।

প্রশ্নঃ মৌলিক সংখ্যা কাকে বলে?
উত্তরঃ একের চেয়ে বড় যে সকল পূর্ণ সংখ্যা এক এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাদেরকে মৌলিক সংখ্যা বলে।
উদাহরণ। যেমনঃ ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭ ইত্যাদি।
মৌলিক সংখ্যা- সহজ ব্যাখ্যা
কোনো সংখ্যাকে এক এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ না গেলে, তাকে মৌলিক সংখ্যা বলে।
বিষয়টি পরিষ্কার করার জন্য কয়েকটি উদাহরণ দেওয়া যাক। যেমন-
উদাহরণ-১ঃ প্রমাণ কর যে, ৫ একটি মৌলিক সংখ্যা।
প্রমাণঃ আমরা যদি ৫ কে ভাগ করতে চাই তাহলে এটিকে ১ এবং ৫ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা সম্ভব নয়।
সুতরাং ৫ একটি মৌলিক সংখ্যা।
বিঃদ্রঃ সমস্ত বিজোড় সংখ্যাকে মৌলিক সংখ্যা মনে কবেন না।
উদাহরণ-২ঃ ১৫ কি মৌলিক সংখ্যা?
উত্তরঃ না, ১৫ মৌলিক সংখ্যা নয়। কারণ ১৫ কে ১ এবং ১৫ ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়। সংখ্যা গুলো হল ৩ এবং ৫।
১৫ ÷ ৫ = ৩
১৫ ÷ ৩ = ৫
যেহেতু, ১৫ কে ১ এবং ১৫ ছাড়া অন্য সংখ্যা (৩ এবং ৫) দ্বারা ভাগ করা যায়। সেহেতু ১৫ মৌলিক সংখ্যা নয়।
আশা করি বুঝতে পেরেছেন মৌলিক সংখ্যা কাকে বলে।
কমন কিছু প্রশ্ন এবং উত্তর
প্রশ্নঃ ১ থেকে ৭২ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
উত্তরঃ ২০টি।
প্রশ্নঃ ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত?
উত্তরঃ ২।
প্রশ্নঃ ১ কি মৌলিক সংখ্যা?
উত্তরঃ না।
প্রশ্নঃ ১-১০০ মৌলিক সংখ্যা কয়টি?
উত্তরঃ ২৫টি। ছবি
প্রশ্নঃ ১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
উত্তরঃ ৮টি।
প্রশ্নঃ ০ কি মৌলিক সংখ্যা?
উত্তরঃ না।
প্রশ্নঃ মৌলিক সংখ্যা নির্ণয়ের সূত্র।
উত্তরঃ কোনো সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ব্যাতিত অন্য সংখ্যা দ্বারা ভাগ না গেলে, বুঝতে হবে সংখ্যাটি মৌলিক সংখ্যা। উপরের ২ নং উদাহরণ দেখলে বিষয়টি ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে।
প্রশ্নঃ জোড় মৌলিক সংখ্যা কয়টি?
উত্তরঃ একটি (২)।
১-১০০ মৌলিক সংখ্যার চার্ট।

আরটিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। তাদেরকেও গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে সহায়তা করুন। আপনার যদি কিছু বলার থাকে কিংবা কোনভুল তথ্য পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানান।
আরো পড়ুনঃ মৌলিক সংখ্যা কাকে বলে।