সামরিক জাদুঘর টিকেট মূল্য কত?

হ্যালো বন্ধুরা, কেমন আছে? আশা করি ভালো আছে। আজকে আমরা বাংলাদেশের একমাত্র সামরিক যাদুঘর নিয়ে বিস্তারিত আলোচনা করবো। সামরিক জাদুঘর টিকেট মূল্য এবং এর অবস্থান সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো।
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর
সামরিক জাদুঘর, বিজয় সরনি, ঢাকা।
বাংলাদেশের প্রাগৈতিহাসিক যুগের নৌ-শাষন প্রতিষ্ঠা, ঐতিহ্য সংবলিত ইতিহাস, পলাশী, পাল, ব্রিটিশ শাষন থেকে শুরু করে বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ অর্জন “মহান মুক্তিযুদ্ধ” এবং এর নেপথ্যে সামরিক শাষণের অবদান নৌ-পথ, রাজপথ, আকাশ পথের অতর্কিত আক্রমনের হাত থেকে তৎকালীন সময় থেকে আজ পর্যন্ত বাংলাদের নামক স্বাধীন ভূখন্ডকে যেভাবে প্রতিরক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েন তাদের স্মৃতিচারনে এনিমেশন হলোগ্রাম এবং বাস্তব অর্জনের কৃতিত্ব স্বরূপ সম্মাননা স্বারক এর সমন্বয়ে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত একমাত্র পরিপূর্ণ মুক্তিযুদ্ধ বিষয়ক জাদুঘর বঙ্গবন্ধু সামরিক জাদুঘর।
সামরিক জাদুঘরের অবস্থান ঢাকার প্রানকেন্দ্র বিজয় সরণি অদূরে। বিজয় সরণি মোড় থেকে সংসদ ভবন বাইপাস। সড়কের দিকে একটুখানি এগিয়ে সামনে, আর নভোথিয়েটার থেকে পশ্চিমে কয়েক পা এগিয়ে।
জাদুঘরটি বঙ্গবন্ধু এবং সেনাবাহিনীকে তুলে ধরতেই প্রতিষ্ঠা করা হয়েছে। তাই সামরিক জাদুঘরের সব ধরনের কার্যক্রম বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করে থাকে। জাদুঘরের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের ভারও সেনাবাহিনীর উপর ন্যস্ত।
যে ৪ টি কারনে সামরিক জাদুঘর ঘুরে দেখা উচিত
- আমাদের মাতৃভুমির সার্ভভৌমতা অক্ষুন্ন রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা অনুমান করতে পারবেন।
- আমাদের সেনাবাহিনীর গৌরব ও বিরত্বগাঁথা সম্পর্কে জানতে পারবেন।
- আধুনিক সব সমরাস্ত্র দর্শন ও এ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে পারবেন।
- মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র সরঞ্জাম দেখতে পারবেন।
সামরিক জাদুঘর টিকেট মূল্য কত? এবং বিস্তারিত তথ্য।
স্থাপিত : ১৯৮৭ সালে।
অবস্থান : বিজয় সরণি, ফার্মগেট, ঢাকা।
স্থানাঙ্ক : ২৩.৭৫৯৮১° উত্তর ৯০.৩৯১৩২° পূর্ব
ধরন : সামরিক যাদুঘর।
পরিদর্শক : ২০০০-৩০০০ (প্রতিদিন)
তত্ত্বাবধায়ক : বাংলাদেশ সেনাবাহিনী
সামরিক জাদুঘর টিকেট মূল্য : ৫০ টাকা।
এছাড়া আপনি চাইলে অনলাইনেও অগ্রিম টিকেট কাটতে পারেন।
ছোট একটি টিপস

ভ্রমনপিপাশু এবং বাংলাদেশের সকল পর্যায়ের শিক্ষার্থীদের এ স্থানটি পরিদর্শন করা একান্ত জরুরী।
এটি এক অনন্য অসাধারণ অভিজ্ঞতা অর্জনের মতো স্থান। যদি মিলিটারি মিউজিয়াম ঘুরতে যাবার প্লান করেন তবে একইসাথে মিলিটারি মিউজিয়াম এবং নভোথিয়েটার ঘুরে আসায় শ্রেয় কেননা এতে করে আলাদা আলাদা করে ঘুরতে যাবার অর্থ ও সময় উভয়ই বাঁচবে।
সামরিক জাদুঘর টিকেট মূল্য
প্রশ্নঃ বঙ্গবন্ধু সামরিক যাদুঘর কোথায় অবস্থিত ?
উত্তরঃ ঢাকার বিজয় সারণিতে।
প্রশ্নঃ বঙ্গবন্ধু সামরিক যাদুঘর টিকেট মূল্য কত ?
উত্তরঃ ৫০ টাকা।