আঠারো বছর বয়স MCQ Test

এখানে আঠারো বছর বয়স কবিতার ৫৫+ টি MCQ দেওয়া হয়েছে। এগুলো এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সবার নিচে এগুলোর উত্তর দেওয়া আছে। আশাকরি এটা আপনাদের অনেক উপকারে আসবে। এই Test এর মাধ্যমে পরিক্ষার আগে নিজেকে একটু ঝালিয়ে নিতে পারবেন। প্রয়োজন মনে হলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার দিতে পারেন।
আঠারো বছর বয়স কবিতার MCQ TEST দেওয়ার নিয়মঃ প্রথমে একটা খাতা নিন। ক্রমিক নং অনুসারে উত্তর গুলো লিখে ফেলুন৷ এরপর নিচে দেওয়া উত্তরমালার সাথে মিলিয়ে দেখুন আপনি কত পেয়েছেন। তো শুরু করে দিন আঠারো বছর বয়স কবিতার MCQ TEST
আঠারো বছর বয়স কবিতার MCQ
০১. সুকান্ত ভট্টাচার্য তাঁর আঠারাে বছর বয়স’ কবিতায় পদাঘাতে কী ভাঙতে চেয়েছেন?
A. অট্টালিকা
B. শােষণের শৃঙ্খল
C. শিকল
D. পাথর
০২. ‘আঠারো বছর বয়স’ কবিতাটিতে কয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ ব্যবহৃত হয়েছে?
A. ৫ মাত্রার
B. ৬ মাত্রার
C ৭ মাত্রার
D. ৮ মাত্রার
০৩. সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?
A. ১৮
B. ২১
C. ২০
D. ২৩
০৪. কবিতায় তুফান’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
A. অন্যায়
B. ধ্বংস
C. অবনতি
D. প্রগতি
০৫. “এ বয়স জানে রক্ত দানের পূণ্য” -পঙক্তিটির রচয়িতা
A. নজরুল
B. সুনীল
C. সুকান্ত
D. নির্মলেন্দু গুণ
০৬. দুর্যোগে হাল ঠিকমত রাখা ভার”-কোন কবিতায় ব্যবহৃত হয়েছে?
A ফেব্রুয়ারী ১৯৬৯
B. আমি কিংবদন্তীর কথা বলছি
C. আঠারাে বছর বয়স
D. রলদীনের কথা মনে পড়ে যায়
০৭. ‘আঠারাে বছর বয়স’ কবিতাটির স্তবক সংখ্যা হল
A হয়
B. সাত
C. আট
D. নয়
০৮. আঠারাে বছর বয়স পাথর বাধা ভাঙতে চায়
A. হাত দিয়ে
B. হাতুড়ি দিয়ে
C. চরণাঘাতে
D. বগুড়াঘাতে
০৯. আঠারাে বছর বয়স কবিতাটি কত সালে প্রকাশিত হয়?
A. ১৯৪৩
B. ১৯৪৫
C. ১৯৪৮
D. ১৯৫০
১০. “এ দেশের বুকে আঠারাে আসুক নেমে।” এ চরণের ‘আঠারাে’ বােঝায়
A. ঔদ্ধত্য
B. প্রতিবাদ
C. জাগরণ
D. যৌবন
আঠারো বছর বয়স কবিতার MCQ
১১. জ্বলে-পুরে-মরে ছারখার তবু মাথা নােয়াবার নয়’-কবিতাংশটি কার লেখা
A. সৈয়দ শামসুল হক
B. সুকান্ত ভট্টাচার্য
C. ড. মনিরুজ্জামান
D. জীবনানন্দ দাশ
১২. সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন কত সালে?
A. ১৯২৬
B. ১৯৪৬
C. ১৯৩৭
D. ১৯৪৭
১৩. সুকান্ত ভট্টাচার্য -এর লেখা কোনটি?
A. হৈমন্তী
B. হাজার বছর ধরে
C. পাতালে হাসপাতালে
D. ছাড়পত্র
১৪. আঠারাে বছর বয়সের তরুণরা কী ভাঙতে চায়?
A. পাহাড়
B. বাড়ি ঘর
C. পাথর
D. সেতু
১৫. কবি সুকান্ত ভট্টাচার্য রচনা করেন
A. হরতাল
B. ধর্মঘট
C. কর্মবিরতি
D. ঘেরাও
১৬. আঠারাের গতি বােঝাতে কোনটি ব্যবহৃত হয়েছে?
A. উড়ােজাহাজ
B. স্টীমার
C. ডুবােজাহাজ
D. রেলগাড়ি
আরও পড়ুনঃ রেইনকোট গল্পের mcq
১৭. “পদাঘাতে চায় ভাঙ্গতে পাথর বাধা” কোন কবিতার পঙুক্তি?
A. আঠারাে বছর বয়স
B. ফেব্রুয়ারী ১৯৬৯
C. ঐকতান
D. সাম্যবাদী
১৮. এ বয়স লক্ষ দীর্ঘশ্বাসে কেমন হয়?
A. কালাে
D. বিধুর
C. হাস্যময়
B. হতাশ
১৯. পূর্ণিমার চাঁদ যেন ঝলসানাে রুটি’- কার রচনা
A. সিকান্দার আবু জাফর
B. হাসান হাফিজুর রহমান
C. জীবনানন্দ দাশ
D. সুকান্ত ভট্টাচার্য
২০. আঠারাে বছর বয়স হল
A. ভীরু
B. নির্ভয়
C. সংশয়ী
D. বিনয়ী
আঠারো বছর বয়স MCQ
২১. ত্রিশের কবি নন
A. বুদ্ধদেব বসু
B. জীবনানন্দ দাস
C. অমিয় চক্রবর্তী
D. সুকান্ত ভট্টাচার্য
সুকান্ত ভট্টাচার্য
২২. আঠারাে বছর বয়সে কী শােনা যায়?
A. গ্লানি
B. রােনাজারি
C. জয়ধ্বনি
D. আহাজারি
২৩. আঠারাে বছর বয়সে প্রাণ তীব্র আর –
A. তুখােড়
B. ব্যথিত
C. চিন্তিত
D. প্রখর
২৪. কবি সুকান্তের ধারণায় সব অন্যায়ের বিরুদ্ধাচারণ করে কোন বয়স?
A. ১৬ বছর
B. ১৮ বছর
C. ২০ বছর
D. ২২ বছর
২৫. আঠারাে বছর বয়স পথে প্রান্তরে কী ছােটায়?
A. ঘূর্ণিঝড়
B. তুফান
C. সাইক্লোন
D. সিডর
২৬. আঠারাে বছর বয়স’ কবিতায় কোন কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে?
A. শৈশবের
B. কৈশােরের
C. যৌবনের
D. বয়ঃসন্ধিকালের
২৭. আঠারাে বছর বয়সে কী উঁকি দেয়?
A. স্পর্ধা
B. দুঃসাহস
C. সংশয়
D. যন্ত্রণা
২৮. স্টিমারের প্রসঙ্গ এসেছে কোন কবিতায়?
A. সেই অস্ত্র
B. রক্তে আমার অনাদি অস্থি
C. তাহারেই পড়ে মনে
D. আঠারাে বছর বয়স
২৯. তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা’-এ চরণটি কোন কবিতার?
A. সেই অস্ত্র
B. রক্তে আমার অনাদি অস্থি
C. তাহারেই পড়ে মনে
D. আঠারাে বছর বয়স
৩০. আঠারাে বছর বয়স’ কবিতায় আঠারাে শব্দটি কত বার ব্যবহৃত হয়েছে?
A. আটবার
B. সাতবার
C. পাঁচবার
D. নয়বার
আঠারো বছর বয়স কবিতার MCQ
৩১. আঠারাে বছর বয়স’ কবিতার শেষ লাইনটি কোনটি?
A. ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ
B. এ বয়স তবু নতুন কিছুতাে করে
C. এ বয়সে তাই নেই কোনাে সংশয়
D. কোনটিই নয়
৩২. আঠারাে বছর বয়সের কী নেই?
A. মাথা নেয়াবার সাহস
B. কান্না
C. ভয়
D. বাধা ভাঙার শক্তি
৩৩. আঠারাে বছর বয়স কিসের কোলাহলে সঁপে?
A. আনন্দের
B. উচ্ছাসের
C. বেদনার
D. শপথের
উত্তরমালাঃ
০১.D | ০২.B | ০৩.B | ০৪.D | ০৫.C | ০৬.C | ০৭.C | ০৮.C | ০৯.C | ১০.D | ১১.B | ১২.D | ১৩.D | ১৪.C | ১৫.A | ১৬.B | ১৭.A | ১৮.A | ১৯.D | ২০.B | ২১.D | ২২.C | ২৩.D | ২৪.B | ২৫.B | ২৬.D | ২৭.B | ২৮.D | ২৯.D | ৩০.B | ৩১.D | ৩২.C | ৩৩.C |
ঢাকা বিশ্ববিদ্যালয়
০১. আঠারাে বছর বয়সে কী নেই?
A. ঝুঁকি
B. যন্ত্রণা
C. সংশয়
D. কাঁদা
০২. সুকান্ত ভট্টচার্য তার আঠারাে বছর বয়স’ কবিতায় পদাঘাতে কি ভাঙতে চেয়েছেন?
A. অট্টালিকা
B. শােষণের শৃঙখল
C. শিকল
D. পাথর
০৩. আঠারাে বছর বয়সে কি নেই?
A. ভয়
B. নিরাশা
C. সংশয়
D. অবসাদ
০৪. স্টিমারের প্রসঙ্গ এসেছে কোন কবিতায়?
A. পাঞ্জেরি
B. কবর
C. জীবন-বন্দনা
D. আঠারাে বছর বয়স
০৫. আঠারাে বছর বয়স কবিতাটিতে স্তবক কয়টি?
A. ৬
B. ৮
C. ১০
D. ১২
উত্তরমালাঃ
০১.C | ০২.D | ০৩.A | ০৪.D | ০৫.B |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
০১. “এ দেশের বুকে আঠারাে আসুক নেমে” – কোনটি কবির প্রত্যাশার মধ্যে পড়ে না?
A. নিশ্চল প্রথাবদ্ধ জীবন ডিঙানাে
B. কল্যাণ ও সেবার ব্রত
C. চলার দুর্বার গতি
D. দেহ-মনের স্থবিরতা
০২. “আঠারাে বছর বয়স জানে না কাদা”- কারণ এই বয়সে মানুষ
A. বিপদ মােকাবেলায় এগিয়ে যায়
B. কল্যাণের জন্য রক্তমূল্য দেয়
C. অজানাকে জানতে চায়
D. আত্মপ্রত্যয়ী হয়
০৩. সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?
A. ১৯
B. ২১
C ২৩
D. ২৫
০৪. পূর্ণিমার চাঁদ যেন ঝলসানাে রুটি – কার রচনা?
A. সিকানদার আবু জাফর
B. হাসান হাফিজুর রহমান
C. জীবনানন্দ দাশ
D. সুকান্ত ভট্টাচার্য
০৫. সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়?
A. মাদারীপুর
B. ফরিদপুর
C. বরিশাল
D. গােপালগঞ্জ
আঠারো বছর বয়স কবিতার MCQ
০৬. সুকান্তের কবিতায় ভাব অনুসারে আঠারাে বছর বয়সে কী উক্তি দেয়?
A. বিরাট দুঃসাহস
B. স্বপ্ন-বিভাের
C. যৌবন-উন্মাদনা
D. সৃষ্টি-আকাক্ষা
০৭. আঠারাে বছর বয়স জানে না কাদা’ কবি কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করেছেন?
A. শক্তিমত্ততা
B. দুঃসাহস
C কর্মপ্রাণতা
D. আত্মপ্রত্যয়
উত্তরমালাঃ
০১.C | ০২.D | ০৩.B | ০৪.D | ০৫.D | ০৬.D | ০৭.D |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
০১. আঠারাে বছর বয়স ভয়ংকর কারণ-
A. সবকিছু ভেঙ্গে তছনছ করতে ইচ্ছে করে
B. নিশ্চল প্রথাবদ্ধ জীবনকে পিছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন বােনে
C এ বয়স দেহ ও মনে স্থবিরতা, যন্ত্রণা আসে
D. শারীরিক মানসিক সামাজিক রাজনৈতিক নানা জটিলতায় জড়িয়ে পড়ে
০২. সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?
A. ১৯
B. ২০
C. ২১
D. ২২
০৩. আঠারাে বছর বয়স’ কী জানে না?
A. কাদা
B. নাচা
C. হাসা
D. বেদনা
০৪. নিচের কোনটি সুকান্ত ভট্টাচার্যের নয়?
A. মিঠেকড়া
B. অভিযান
C. একমুঠো
D. ঘুম নেই
০৫. সুকান্ত ভট্টাচার্য কোন গুচ্ছের সব কয়টি গ্রন্থের রচয়িতা?
A. ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠেকড়া
B. ছাড়পত্র, চোরাবালি, পূর্বাভাস, মিঠেকড়া
C. ছাড়পত্র, দম নেই, পদাতিক, মিঠেকড়া
D. ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাকাশ, প্রসন্ন প্রহর
উত্তরমালাঃ
০১.B | ০২.C | ০৩.A | ০৪.C | ০৫.A |
রাজশাহী বিশ্ববিদ্যালয়
০১. আঠারাে বছর বয়স থরােথরাে কাঁপে কীসে?
A. সুখে
B. রাগে
C. বেদনায়
D. ভয়ে
০২. তবু আঠারাের শুনেছি জয়ধ্বনি পরের চরণ কোনটি?
A. এ বয়স কাঁদে জয়ধ্বনি বেদনায় থরােথরাে
B. এ বয়স তবু নতুন কিছু তাে করে
C এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে
D. এ বয়স তাই নেই কোনাে সংশয়
০৩. আঠারাে বছর বয়স’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
A. অমীমাংসিত রমণী
B. ছাড়পত্র
C. বৈরী বৃষ্টিতে
D. সােনালি কাবিন
০৪. কবি সুকান্ত ভট্টাচার্য রচনা করেন –
A. হরতাল
B. ধর্মঘট
C. কর্মবিরতি
D. ঘেরাও
০৫. সুকান্ত ভট্টাচার্য এর লেখা কোনটি?
A. হৈমন্তী
B. হাজার বছর ধরে
C. পাতালে হাসপাতালে
D. ছাড়পত্র
০৬. দুর্যোগে হাল ঠিকমতাে রাখা ভার’ – কোন কবিতায় ব্যবহৃত হয়েছে?
A পারে
B. জীবন-বন্দনা
C আঠারাে বছর বয়স
D. বাংলাদেশ
উত্তরমালাঃ
০১.C | ০২.B | ০৩.B | ০৪.A | ০৫.D | ০৬.C |
তো এই ছিলো আঠারো বছর বয়স MCQ
ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।
আরও পড়ুনঃ নেকলেস গল্পের MCQ test